Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনে ডিপফেক ও মানহানি রোধে নতুন আইন প্রস্তাব

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ০৮:২৬

বাহরাইনে ডিপফেক ও মানহানি রোধে নতুন আইন প্রস্তাব

বাহরাইনের শুরা কাউন্সিলের কয়েকজন সদস্য কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও আধুনিক ডিজিটাল প্রযুক্তির অপব্যবহার রোধে একটি নতুন আইন প্রস্তাব করেছেন। প্রস্তাবিত আইনে বলা হয়েছে, ডিপফেক ভিডিও বা অডিও তৈরি ও প্রচার করে কারো মানহানি বা পরিবারের সুনাম ক্ষুণ্ণ করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে।

আইন প্রস্তাবের মূল বিষয়:

- অপরাধীদের জন্য কারাদণ্ড ও ৩ হাজার থেকে ১০ হাজার বাহরাইনি দিনার জরিমানা 

প্রস্তাবটি শুরা কাউন্সিলের সদস্য আলি আল শুওয়াখি, জামাল ফাখরো, ড. মোহাম্মদ আলি হাসান, খালিদ আল মুসল্লাম ও দালাল আল জায়েদ স্বাক্ষর করেছেন। আইনটি ২০১৪ সালের সাইবার ক্রাইম আইনে নতুন ধারা হিসেবে যুক্ত হবে।

ব্যাখ্যামূলক নথিতে বলা হয়েছে, এআই প্রযুক্তির দ্রুত উন্নতির ফলে এখন অত্যন্ত বাস্তবসম্মত ভিডিও বা অডিও তৈরি করা সম্ভব, যা নির্দিষ্ট ব্যক্তির কণ্ঠস্বর বা চেহারা নকল করতে পারে। এই প্রযুক্তি ইতিবাচকভাবে শিল্প, শিক্ষা ও প্রকৌশলে ব্যবহৃত হলেও মানহানি, ভুয়া তথ্য প্রচার ও অবৈধ উদ্দেশ্যে ব্যবহার করলে তা সমাজে অস্থিরতা সৃষ্টি করে। তাই আইনগত হস্তক্ষেপ জরুরি হয়ে পড়েছে।

বাহরাইনের বর্তমান সাইবার ক্রাইম আইন ইতোমধ্যেই ডেটা জালিয়াতি, আর্থিক প্রতারণা ও অশ্লীল কনটেন্ট প্রচারকে অপরাধ হিসেবে গণ্য করে। নতুন প্রস্তাবিত আইনটি বিশেষভাবে ডিপফেক ও মানহানি প্রতিরোধে আলাদা ধারা যুক্ত করবে। এটি প্রচলিত দণ্ডবিধির যোগাযোগ মাধ্যম অপব্যবহার সংক্রান্ত ধারার সঙ্গে ভিন্নভাবে কাজ করবে। প্রস্তাবিত আইনটি অনুমোদন পেলে সরকারি গেজেটে প্রকাশের পরদিন থেকেই কার্যকর হবে।

বাহরাইন কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রোধে কঠোর আইন প্রণয়নের পথে এগোচ্ছে। ডিপফেক ও মানহানি প্রতিরোধে এই আইন কার্যকর হলে ব্যক্তিগত গোপনীয়তা ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় বড় ভূমিকা রাখবে।

Logo