Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদি আরবে এক সপ্তাহে ২১ হাজারের বেশি অনিয়মিত অভিবাসী গ্রেপ্তার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ১০:২৯

সৌদি আরবে এক সপ্তাহে ২১ হাজারের বেশি অনিয়মিত অভিবাসী গ্রেপ্তার

সৌদি আরবে এক সপ্তাহে ২১ হাজার ৬৪৭ জন অনিয়মিত অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ। সৌদি প্রেস এজেন্সির (SPA) প্রতিবেদনে জানানো হয়েছে, আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এসব ব্যক্তিকে আটক করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন:

- ১২,৮৩৮ জন আবাসন আইনের লঙ্ঘনের দায়ে  

- ৪,৫৬৪ জন অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টায়  

- ৪,২৪৫ জন শ্রম সংক্রান্ত নিয়ম ভঙ্গের কারণে আটক হয়েছেন

প্রতিবেদনে আরো বলা হয়, ১ হাজার ৯৪৩ জনকে সৌদি আরবে অবৈধভাবে প্রবেশের সময় আটক করা হয়। তাদের মধ্যে ৫৪ শতাংশ ইথিওপিয়ান, ৪৫ শতাংশ ইয়েমেনি এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

এছাড়া ৩৭ জনকে প্রতিবেশী দেশে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় এবং ২৬ জনকে অনিয়মিত অভিবাসীদের পরিবহন ও আশ্রয় দেওয়ার অভিযোগে আটক করা হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধভাবে কাউকে সৌদি আরবে প্রবেশে সহায়তা করলে, যেমন পরিবহন বা আশ্রয় দিলে তাদের সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল (প্রায় ২.৬৭ লাখ ডলার) জরিমানা এবং যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করার শাস্তি হতে পারে।

সন্দেহজনক অনিয়ম বা অপরাধের তথ্য মক্কা ও রিয়াদ অঞ্চলে ৯১১ নম্বরে এবং অন্যান্য অঞ্চলে ৯৯৯ বা ৯৯৬ নম্বরে জানাতে বলা হয়েছে।

এই অভিযান সৌদি সরকারের চলমান অভিবাসন নিয়ন্ত্রণ ও নিরাপত্তা জোরদার নীতির অংশ, যেখানে অনিয়মিত অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, অভিবাসন সংক্রান্ত নিয়ম না মানলে শুধু অভিবাসী নয়, স্থানীয় সহযোগীরাও আইনি ঝুঁকিতে পড়তে পারেন।  

Logo