Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েত থেকে একাধিকবার ভ্রমণ করতে চাইলে আলাদা এক্সিট পারমিট লাগবে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ১০:২৮

কুয়েত থেকে একাধিকবার ভ্রমণ করতে চাইলে আলাদা এক্সিট পারমিট লাগবে

যারা কুয়েত থেকে এক সপ্তাহে একাধিকবার বিদেশ ভ্রমণ করতে চান, তাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য হলো একটি এক্সিট পারমিট দিয়ে একবারই দেশত্যাগ করা যায়। যদিও পারমিটে একাধিক দিনের সময়সীমা উল্লেখ থাকে, সেটি শুধু একটি যাত্রার জন্য প্রযোজ্য।

নিয়ম অনুযায়ী, কুয়েতের সাহেল অ্যাপ ব্যবহার করে এক্সিট পারমিট নিতে হয়। এতে যাত্রার শুরু ও শেষ তারিখ উল্লেখ করতে হয়। কিন্তু এই পারমিট দিয়ে একাধিকবার দেশত্যাগ করা যাবে না। যেমন, কেউ যদি ৯-১৫ নভেম্বর সময়সীমার একটি পারমিট নিয়ে ১৪ নভেম্বর আবুধাবি থেকে ফিরে আবার সেদিনই ভারতে যেতে চান, তাহলে দ্বিতীয় যাত্রার জন্য নতুন একটি এক্সিট পারমিট নিতে হবে।

প্রথম যাত্রার জন্য আলাদা পারমিট নিতে হবে, যেমন ১০-১৩ নভেম্বর পর্যন্ত আবুধাবি ভ্রমণের জন্য। এরপর দেশে ফিরে নতুন পারমিটের আবেদন করতে হবে ভারতের যাত্রার জন্য, যেমন ১৪ নভেম্বর থেকে শুরু করে নির্ধারিত সময় পর্যন্ত। প্রথম পারমিট ব্যবহারের পর সেটি সিস্টেম থেকে বাতিল হয়ে যায়, তাই দ্বিতীয়বার ভ্রমণের জন্য নতুন পারমিট বাধ্যতামূলক।

এক্ষেত্রে এইচআর বিভাগকে আগেই জানানো উচিত, যাতে তারা প্রয়োজনীয় অনুমোদন দিতে পারে। সাহেল ওয়েবসাইট থেকেও এইচআর বিভাগ দ্বিতীয় পারমিট তৈরি করতে পারে, অ্যাপের মাধ্যমে আবেদন না করেও।

এই নিয়ম না মানলে ইমিগ্রেশন জটিলতা বা যাত্রা বাতিল হতে পারে। তাই যারা কুয়েত থেকে একাধিকবার ভ্রমণ করতে চান, তাদের উচিত প্রতিটি যাত্রার জন্য আলাদা এক্সিট পারমিট নিশ্চিত করা।

Logo