Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৮ নভেম্বর ২০২৫

মানামার সড়কে নজরদারি বাড়ছে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ১৮:৩৬

মানামার সড়কে নজরদারি বাড়ছে

বাহরাইন

মানামার সড়কে নজরদারি বাড়ছে

বাহরাইনের রাজপথে সড়ক দুর্ঘটনা উদ্বেগজনকহারে বেড়ে যাওয়ায় দেশটির কিং হামাদ সড়কে ২৪ ঘণ্টা নজরদারির জন্য পুলিশ প্যাট্রোল চালুর প্রস্তাব করা হয়েছে। দেশটির ব্যস্ত এই সড়কে অবৈধ রেসিং ও অপরাধমূলক কার্যক্রম বেড়ে যাওয়ায় ২৪ ঘণ্টা নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে। দ্য ডেইলি ট্রিবিউন এ খবর দিয়েছে।

শুধু সিসিটিভি ক্যামেরা দিয়ে সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, তাই নিয়মিত পুলিশ প্যাট্রোল থাকলে অপরাধ দমন ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করা অনেক সহজ হবে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যেই জানিয়েছে, ট্রাফিক ডিরেক্টরেট বর্তমানে ওই সড়কে মনিটরিং কার্যক্রম পরিচালনা করছে এবং নতুন রুটগুলোতে নিরাপত্তা জোরদারের পরিকল্পনাও চলছে। তবে সংসদীয় কমিটির মতে, বিদ্যমান ব্যবস্থা যথেষ্ট নয়, ২৪ ঘণ্টা পুলিশ টহল চালু হলেই কেবল দুর্ঘটনা, অবৈধ রেসিং ও অপরাধের হার কমবে। বাহরাইনের রাজধানী মানামায় ট্রাফিক আইন আর নজরদারি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকা প্রয়োজন।


সৌদি আরব

অবৈধদের বহিষ্কারে স্মার্ট ট্র্যাক চালু করবে সৌদি

অবৈধ প্রবাসী ও অনিবন্ধিত বিদেশিদের দেশে ফেরানোর প্রক্রিয়া দ্রুত, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে সৌদি আরব চালু করতে যাচ্ছে আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম এবং উন্নতমানের স্মার্ট ট্র্যাক ব্যবস্থা। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন পাসপোর্ট বিভাগ জাওয়াজাত জানায়, নতুন এই সেল্ফ-ডিপোর্টেশন প্ল্যাটফর্মের মাধ্যমে কোনো অনিবন্ধিত বা অবৈধ প্রবাসী নিজ উদ্যোগে অনলাইনের মাধ্যমে দেশে ফেরার আবেদন করতে পারবেন। এতে সরকারি দপ্তরে ঘোরাঘুরি বা অতিরিক্ত সময় ব্যয়ের প্রয়োজন হবে না। সৌদি গেজেট এ খবর দিয়েছে।

এছাড়া যাত্রীদের ভ্রমণ প্রক্রিয়া দ্রুততর করতে চালু করা হচ্ছে স্মার্ট ট্র্যাক প্রযুক্তি, যা মুখমণ্ডল শনাক্তকরণ বা ফেস রিকগনিশন ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পাসপোর্ট কন্ট্রোল প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বয়ংক্রিয় করবে। এই ব্যবস্থায় স্মার্ট ক্যামেরা একসাথে ৩৫ জন যাত্রীর পরিচয় যাচাই করতে পারবে, ফলে ভ্রমণকারীদের আর কর্মকর্তার সঙ্গে সরাসরি যোগাযোগের প্রয়োজন হবে না।

সৌদি জাওয়াজাত আরো জানিয়েছে, বিমানবন্দরে যাত্রীসেবা ও নিরাপত্তা ব্যবস্থাপনা আরো উন্নত করতে ডিজিটাল টুইনস নামে নতুন একটি প্রযুক্তি চালু হচ্ছে, যা যাত্রী প্রবাহ, অপেক্ষার সময়, সেবার মানসহ অন্যান্য সামগ্রিক বিষয় নিরীক্ষণ করবে। 

এসব নতুন প্রযুক্তি সৌদি আরবকে স্মার্ট ও ডিজিটাল প্রশাসনের পথে আরো এক ধাপ এগিয়ে নিচ্ছে। 


কুয়েত

নতুন প্রযুক্তিতে সবুজ হচ্ছে কুয়েত

কুয়েতের ধূসর মরুভূমি এখন রূপ নিচ্ছে সবুজ শ্যামল কৃষিক্ষেত্রে। কুয়েতি কৃষক সারি আল-আজমি চীনা প্রযুক্তির সহায়তায় ৮৫ হাজার বর্গমিটার জমিতে গড়ে তুলেছেন এক আধুনিক কৃষি খামার, যেখানে এখন দুই শতাধিক গ্রিনহাউসে চাষ হচ্ছে নানা জাতের ফল, শাকসবজি ও ফুল। মরুর তপ্ত আবহাওয়ায় যেখানে একসময় কৃষিকাজ ছিল কল্পনাতীত। সেখানে এখন চীনা প্রযুক্তিতে স্থাপিত স্বয়ংক্রিয় শীতলীকরণ ব্যবস্থা ও আধুনিক ড্রিপ সেচ পদ্ধতির মাধ্যমে উৎপাদন সম্ভব হচ্ছে সারা বছর। আরব টাইমস এ খবর দিয়েছে।

খবরে বলা হয়েছে, তীব্র গরমে বাইরের তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়ালেও গ্রিনহাউসের ভেতরে তা ৩০ ডিগ্রির নিচে রাখা যাচ্ছে। ফলে মরুভূমির কঠোর জলবায়ুর মধ্যেও টমেটো, শসা, মরিচ, তরমুজ, এমনকি কলার মতো ফল সফলভাবে উৎপাদন সম্ভব হচ্ছে। আল-আজমি জানান, এই বছর প্রথমবারের মতো স্থানীয়ভাবে উৎপাদিত কলা বাজারজাত করা হয়েছে, যা কুয়েতের কৃষি ইতিহাসে এক নতুন মাইলফলক।

চীনা প্রযুক্তির সহায়তায় শুধু উৎপাদনই নয়, উৎপাদনের মানও বেড়েছে বহুগুণে। স্থানীয় বাজারে এসব পণ্যের চাহিদা বাড়ায় আমদানির ওপর নির্ভরতা কমে এসেছে, যা কুয়েতের খাদ্য নিরাপত্তা জোরদারে বড় ভূমিকা রাখছে। এই উদ্যোগ এখন অন্যান্য কৃষককেও অনুপ্রাণিত করছে মরুর দেশের অনুর্বর ভূমিকে কাজে লাগিয়ে টেকসই কৃষিক্ষেত্র গড়ে তুলতে।



Logo