সৌদির রিয়াদে শুরু হয়েছে বাংলাদেশসহ ১৪ দেশের সাংস্কৃতিক প্রদর্শনী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ১৯:৫৩
সৌদি আরবে তাপমাত্রা কমে আসার সাথে সাথে জেগে উঠেছে মরুর প্রান্তর। রাজধানী রিয়াদে শুরু হয়েছে রিয়াদ সিজনের নানা অনুষ্ঠানমালা।
রাজধানীর সুয়াইদি পার্কে ১৪ দেশের সাংস্কৃতিক মেলবন্ধনের আয়োজন চলছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিসরসহ ১৪টি দেশ তাদের নিজস্ব ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার সুযোগ পাচ্ছে।
২ নভেম্বর থেকে শুরু হওয়া এই আয়োজনে প্রবেশে থাকছে না কোনো টিকিট। ফলে বিনা খরচে পার্কজুড়ে ১৪টি সাংস্কৃতিক ভাস্কর্য, ১৪টি ফটোজোন ব্যাপড্রপ থাকায় আগতরা নিজেদের স্মরণীয় মুহূর্তে ফ্রেমে বন্দি করতে পারছেন। একই সাথে নানা দেশের সংস্কৃতির সাথে পরিচিত হয়ে আনন্দিত রিয়াদের প্রবাসী বাংলাদেশিরা।
আয়োজনে শিশুরা পাবে তাদের স্বপ্নপুরি। হ্যাপিনেস থিয়েটার, পাপেট থিয়েটার, সাংস্কৃতিক পোশাকের প্ল্যাটফর্ম এবং হাতে-কলমে আর্ট ও ক্রাফট কর্মশালায় শিশুমন পূর্ণ হবে।
থাকছে নানা দেশের স্ট্রিটফুড, স্যুভিনির, হস্তশিল্পের সমাহার, যা নারীদের আকৃষ্ট করবে। আয়োজকরা মনে করছেন, আল-সুয়াইদি পার্ক শুধু বিনোদন নয়, এটি এক জীবন্ত সাংস্কৃতিক সেতুতে পরিণত হবে এই আয়োজনের মধ্য দিয়ে।
প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ১২টা পর্যন্ত খোলা থাকছে আয়োজন, যা চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত।
logo-1-1740906910.png)