মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৭ নভেম্বর ২০২৫
বাহরাইন-কাতার ফেরি চলাচল শুরু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ১৮:১২
বাহরাইন
বাহরাইন-কাতার ফেরি চলাচল শুরু
বাহরাইন ও কাতারের মধ্যে প্রথমবারের মতো যাত্রীবাহী ফেরি চলাচল আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বাহরাইনের খালিফা বিন সালমান বন্দর থেকে কাতারের আল রুয়াইস বন্দর পর্যন্ত এই ফেরি চলাচল করবে এবং মাত্র ৫০ মিনিটেই যাওয়া যাবে এক দেশ থেকে আরেক দেশে। দ্য ডেইলি ট্রিবিউন এ খবর দিয়েছে।
ট্রান্সপোর্ট ও টেলিকমিউনিকেশন মন্ত্রণালয় জানিয়েছে, নতুন রুটটি দুই দেশের মধ্যে বাণিজ্য, পর্যটন ও সামাজিক সম্পর্ককে আরো সুদৃঢ় করবে। এটি শুধু দুই দেশের জনগণের জন্য ভ্রমণকে সহজ করবে না, বরং গালফ অঞ্চলে সমুদ্রপথেও সংযোগ বাড়াবে।
ফেরি চালুর আগে বাহরাইনের প্রতিনিধি দল কাতারের বন্দর, যাত্রী সুবিধা, সুরক্ষা ও অপারেশনাল প্রক্রিয়া পরিদর্শন করেছেন। দুই দেশ আশা করছে নতুন এই রুটের মাধ্যমে নিয়মিত যাত্রী চলাচল বাড়বে এবং ব্যবসায়িক ও পর্যটন কার্যক্রমও জোরদার হবে।
যাত্রীদের জন্য এই নতুন সার্ভিস সহজ, সাশ্রয়ী এবং দ্রুত যাত্রার সুযোগ সৃষ্টি করেছে, যা দুই দেশের মধ্যে ভ্রমণকে এক নতুন মাত্রা প্রদান করবে।
আরব আমিরাত
দুবাইয়ে বাড়ল ট্যাক্সি ভাড়া
দুবাইয়ের ট্যাক্সি ভাড়া সামান্য বৃদ্ধির ঘোষণা দিয়েছে নগরীর রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি। নতুন নিয়ম অনুযায়ী অ্যাপে বুক করা যাত্রার জন্য মিনিমাম চার্জ ১২ দিরহাম থেকে ১৩ দিরহাম করা হয়েছে। একই সঙ্গে পিক‑আওয়ারের সময়েও বসানো হয়েছে অতিরিক্ত চার্জ। খালিজ টাইমস এ খবর দিয়েছে।
সোম থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ৯.৫৯ পর্যন্ত এবং বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭.৫৯ পর্যন্ত পিক-আওয়ারে ভাড়া বাড়ানো হবে। শুক্রবার ও সাপ্তাহিক ছুটির দিনগুলোতে ভিন্ন সময়ে পিক‑আওয়ার নির্ধারণ করা হয়েছে এবং সেই অনুযায়ী অতিরিক্ত চার্জ ধার্য করা হয়েছে।
রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি জানিয়েছে, এই পরিবর্তনের মূল কারণ হলো গাড়ির চাহিদা বৃদ্ধি ও যানজটের সময় যাত্রীদের সেবা নিশ্চিত করা। নতুন ভাড়া কাঠামোর ফলে যাত্রীদের কিছুটা বেশি খরচ করতে হবে, তবে এতে ট্যাক্সি সেবার মান ও সময়মতো পরিষেবা পাওয়া যাবে। বিশেষ করে ব্যস্ত সময়ের যাত্রীরা এখন নতুন চার্জের বিষয়টি মাথায় রেখে তাদের যাত্রার পরিকল্পনা করতে পারবেন।
সৌদি আরব
মদিনায় ২ নারীসহ ৩ প্রবাসী আটক
সৌদি আরবের মদিনায় পতিতাবৃত্তির অভিযোগে ২ নারীসহ তিন প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। পুলিশ জানিয়েছে, অভিযানে সন্দেহভাজনরা একটি আবাসিক ফ্ল্যাটে ধরা পড়ে, যেখানে তারা অবৈধ কার্যকলাপে যুক্ত ছিল। সৌদি গেজেট এ খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, পুলিশ এবং স্থানীয় আইনশৃঙ্খলা সংস্থা যৌথভাবে অভিযান চালিয়ে তাদের আটক করে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর সংশ্লিষ্ট প্রসিকিউশন অফিসে হস্তান্তর করা হয়েছে।
সৌদি আরবে এই ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হয়, যাতে শহরে জননিরাপত্তা নিশ্চিত করা যায়। কর্তৃপক্ষ জানিয়েছে, মানব পাচার ও অবৈধ যৌনকর্ম প্রতিরোধে সরকারের তৎপরতা অব্যাহত রয়েছে। গ্রেফতার হওয়া প্রবাসীরা কোন দেশের নাগরিক তা জানা যায়নি। তবে তাদের বিরুদ্ধে আইনি কার্যক্রম শুরু হয়েছে এবং তদন্ত চলছে।
logo-1-1740906910.png)