Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইন-কাতার যাত্রীবাহী ফেরি সেবার আনুষ্ঠানিক যাত্রা শুরু

নাইমুর রহমান শান্ত, বাহরাইন

নাইমুর রহমান শান্ত, বাহরাইন

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ১৬:২৬

বাহরাইন-কাতার যাত্রীবাহী ফেরি সেবার আনুষ্ঠানিক যাত্রা শুরু

বাহরাইন ও কাতারের মধ্যে প্রথম যাত্রীবাহী ফেরি সেবার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে বৃহস্পতিবার (৬ নভেম্বর)। উদ্বোধনী যাত্রায় অংশ নেন বাহরাইনের পরিবহন ও টেলিযোগাযোগমন্ত্রী ড. শেখ আবদুল্লাহ বিন আহমেদ আল খলিফা। তিনি উদ্বোধনী ভ্রমণে যাত্রী হিসেবেও উপস্থিত ছিলেন।

নতুন এই ফেরি সেবায় প্রতিদিন দুটি ট্রিপ চলবে সকাল ৮টা ও রাত ৮টায়। যাত্রার সময় প্রায় ৮০ মিনিট। আধুনিক ও শীতাতপ নিয়ন্ত্রিত ফেরিটিতে সর্বোচ্চ ৩০ জন যাত্রী ভ্রমণ করতে পারবেন।

অপারেটরদের তথ্যমতে, ফেরিটিতে যাত্রীদের জন্য আরামদায়ক ও নিরাপদ ভ্রমণের সব ব্যবস্থা রাখা হয়েছে। রাউন্ড-ট্রিপ টিকিটের মূল্য ২৬ বাহরাইনি দিনার এবং প্রিমিয়াম ক্লাসের ভাড়া ৩৬ দিনার নির্ধারণ করা হয়েছে।

বাহরাইন ও অন্যান্য জিসিসি দেশগুলোর নাগরিকদের জন্য কাতারে প্রবেশে ভিসা ছাড়াই ভ্রমণ করা যাবে। তবে বিদেশি বা প্রবাসী বাংলাদেশির ক্ষেত্রে আগাম ভিসা আবেদন করতে হবে।

নতুন এই ফেরি সেবাকে দুই দেশের মধ্যে ভ্রমণ, বাণিজ্য ও পর্যটন বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এটি আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।

সরকারি সূত্রে জানা গেছে, ফেরি সেবাটি পরীক্ষামূলকভাবে চালু হলেও ভবিষ্যতে রুট সম্প্রসারণ, বড় জাহাজ সংযোজন এবং পণ্যবাহী সেবা চালুর পরিকল্পনা রয়েছে।

Logo