Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদি আরবে অনুমতি ছাড়া সভা-সমাবেশ না করার আহ্বান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ০০:৩৬

সৌদি আরবে অনুমতি ছাড়া সভা-সমাবেশ না করার আহ্বান

সৌদি আরবে অনুমোদন ছাড়া কোনো সভা-সমাবেশ আয়োজন বা তাতে অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির বাংলাদেশ দূতাবাস। ৫ নভেম্বর এক বিজ্ঞপ্তিতে দূতাবাস এই সতর্কতা জারি করে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন এলাকায় ইসতেরাহা (ভাড়া করা হলরুম), হোটেল-রেস্তোরাঁ কিংবা ব্যক্তিগত বাসায় বিভিন্ন সংগঠনের ব্যানারে অনুমোদনহীন সভা-সমাবেশ আয়োজন করা হচ্ছে। এসব আয়োজনে অংশগ্রহণের অভিযোগে ইতোমধ্যে কয়েকজন বাংলাদেশিকে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করেছে।

দূতাবাস জানায়, সৌদি আরবের আইন অনুযায়ী, কোনো ধরনের সভা-সমাবেশ আয়োজনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমতি নেওয়া বাধ্যতামূলক। এই নিয়ম লঙ্ঘন করলে আইনগত জটিলতা ও শাস্তির মুখে পড়তে হতে পারে। তাই প্রবাসী বাংলাদেশিদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের উচিত দেশটির প্রচলিত আইন, বিধি-বিধান ও স্থানীয় সংস্কৃতি যথাযথভাবে মেনে চলা। এতে করে প্রবাসে বসবাস আরো নিরাপদ ও সম্মানজনক হবে।

দূতাবাসের পক্ষ থেকে প্রবাসীদের সতর্ক করে বলা হয়, সৌদি আরবের কঠোর আইনশৃঙ্খলা ব্যবস্থার কারণে অননুমোদিত সভা-সমাবেশে অংশগ্রহণ শুধু ব্যক্তিগতভাবে নয়, বরং সামগ্রিকভাবে বাংলাদেশি কমিউনিটির ভাবমূর্তিও ক্ষুণ্ণ করতে পারে।

এ প্রেক্ষিতে সৌদি আরবে অবস্থানরত সব বাংলাদেশিকে আইন মেনে চলা এবং দূতাবাসের নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

Logo