মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৫ নভেম্বর ২০২৫
বাহরাইনে বাড়বে প্রবাসী বাংলাদেশিদের স্বাস্থ্যসেবার খরচ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১৯:৫৬
বাহরাইন
বাহরাইনে বাড়বে বিদেশিদের স্বাস্থ্যসেবার খরচ
বাহরাইন সরকার দেশটিতে বসবাসরত ও আগত বিদেশিদের জন্য স্বাস্থ্যসেবার খরচ বাড়াতে যাচ্ছে। দেশটির সংসদের কয়েকজন সদস্য যৌথভাবে এই প্রস্তাব উত্থাপন করেছেন, যেখানে বলা হয়েছে, বিদেশি নাগরিকরা অত্যন্ত স্বল্প খরচে সরকারি হাসপাতাল ও ক্লিনিকের সেবা নিচ্ছেন, যা রাষ্ট্রীয় স্বাস্থ্য বাজেটে বড় ধরনের চাপ সৃষ্টি করছে। তাদের মতে, বর্তমান খরচ স্বাস্থ্যসেবার প্রকৃত ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, ফলে বাহরাইনের স্বাস্থ্যব্যবস্থা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্য ডেইলি ট্রিবিউন এ খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, সংসদে প্রস্তাবদাতারা যুক্তি দিয়েছেন, বিদেশি কর্মী ও দর্শনার্থীদের সংখ্যা নিয়মিত বৃদ্ধি পাওয়ায় সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে অতিরিক্ত ভিড় বাড়ছে, যার প্রভাব পড়ছে স্থানীয় নাগরিকদের চিকিৎসাসেবায়। তাই স্বাস্থসেবার খরচ পুনর্নির্ধারণের মাধ্যমে সেবার গুণগত মান বজায় রাখা, সরকারের খরচ কমানো এবং স্বাস্থ্য খাতে আর্থিক স্থায়িত্ব নিশ্চিত করা সম্ভব হবে। তবে খরচ কত বাড়বে, তা নিশ্চিত নয়। প্রস্তাবটি কার্যকর হলে, দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের চিকিৎসার জন্য বেশি খরচ করতে হবে।
সৌদি আরব
রিয়াদের বাংলাদেশ দূতাবাসের জরুরি সতর্কতা
সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশটির বিভিন্ন এলাকায় হলরুম, রেস্তোরাঁ বা ব্যক্তিগত বাসাবাড়িতে বিভিন্ন সংগঠনের ব্যানারে সভা-সমাবেশ করছেন প্রবাসী বাংলাদেশিরা। অনুমোদনহীন এসব সভা থেকে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী অনেককে গ্রেফতার করেছে। ফলে ভীতি সঞ্চার হয়েছে প্রবাসীদের মনে।
এই অবস্থায় অনুমোদনহীন কোনো সভা-সমাবেশের আয়োজন এবং তাতে অংশগ্রহণ থেকে বিরত থাকতে জরুরি বার্তা দিয়েছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস। একই সাথে সৌদি আরবের আইন-কানুন, বিধিবিধান প্রবাসী বাংলাদেশিদের মেনে চলতে অনুরোধ করেছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস।
কুয়েত
কুয়েতে ই-ভিসার জন্য নতুন প্ল্যাটফর্মের যাত্রা শুরু
কুয়েত সরকার ভিজিট কুয়েত নামে নতুন ই-ভিসা প্ল্যাটফর্ম চালু করেছে। যার মাধ্যমে বিদেশি নাগরিকরা এখন সহজেই ই-ভিসার জন্য আবেদন করতে পারবেন। গালফ নিউজ এ খবর দিয়েছে।
এই প্ল্যাটফর্মের লক্ষ্য হলো পর্যটন, ব্যবসা ও পারিবারিক ভ্রমণকে আরো দ্রুত, নিরাপদ ও আধুনিক করা। নতুন এই সিস্টেমের মাধ্যমে পর্যটন, ব্যবসা, পারিবারিক ও সরকারি উদ্দেশ্যে চার ধরনের ই-ভিসা দেওয়া হবে। ব্যবহারকারীরা ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন এবং আবেদন প্রক্রিয়ার আপডেটও রিয়েল-টাইমে জানতে পারবেন।
কুয়েতে ভিজিট ভিসার জন্য আয়ের সীমা তুলে দেওয়ায় এখন প্রবাসী বাংলাদেশিরাও তাদের পরিবার-পরিজনের জন্য ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারছেন।
logo-1-1740906910.png)