Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৪ নভেম্বর ২০২৫

কুয়েতে নগদ টাকায় সোনা কেনায় নিষেধাজ্ঞা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ১৬:৫০

কুয়েতে নগদ টাকায় সোনা কেনায় নিষেধাজ্ঞা

বাহরাইন 

বাহরাইনে চলমান অভিযানে ৭৮ জন বহিষ্কার

বাহরাইনের শ্রমবাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সম্প্রতি পরিচালিত অভিযানে ৭৮ জন আইন ভঙ্গকারীকে দেশ থেকে বহিষ্কার করেছে। এছাড়া আটক করা হয় ১৮ জন অবৈধ শ্রমিককে। এই অভিযান ২৬ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বিভিন্ন গভর্নরেটে পরিচালিত হয়। দ্য ডেইলি ট্রিবিউন এ খবর দিয়েছে। 

অভিযানের অংশ হিসেবে মোট ১ হাজার ৬৮৪টি প্রতিষ্ঠান ও দোকান পরিদর্শন করা হয় এবং ২৬টি যৌথ অভিযান চালানো হয়। এর মধ্যে রাজধানী গভর্নরেটে ১২টি, মুহাররাক গভর্নরেটে ৭টি, উত্তর গভর্নরেটে ৩টি এবং দক্ষিণ গভর্নরেটে ৪টি অভিযান সম্পন্ন হয়। বহিষ্কৃত বা আটক কর্মী শ্রমিকদের নাম পরিচয় বা নাগরিকত্ব জানায়নি পুলিশ।  

শ্রমবাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানিয়েছে, এসব অভিযান দেশের শ্রমবাজারকে স্বাভাবিক রাখতে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং প্রতিযোগিতামূলক পরিবেশ বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিযানের এই সময়টায় দেশটিতে থাকা বাংলাদেশিদের সতর্ক থাকা প্রয়োজন বলে মনে করেন প্রবাসীরা। 


কুয়েত 

কুয়েতে নগদ টাকায় সোনা কেনায় নিষেধাজ্ঞা

কুয়েত সরকার দেশটিতে সোনা, গহনা ও মূল্যবান ধাতু কেনার ক্ষেত্রে নগদ টাকায় লেনদেনের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে। নতুন এই সিদ্ধান্তের মাধ্যমে এখন থেকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ক্যাশ টাকায় সোনা বা গহনা ক্রয়-বিক্রয় করতে পারবে না। কুয়েতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় কর্তৃক জারি করা সিদ্ধান্ত অনুযায়ী, সব ধরনের লেনদেন এখন থেকে শুধু ব্যাংকের অনুমোদিত নন-ক্যাশ পদ্ধতিতে যেমন, ডেবিট বা ক্রেডিট কার্ড, ব্যাংক ট্রান্সফার অথবা অনলাইন পেমেন্টের মাধ্যমে সম্পন্ন করতে হবে। আরব টাইমস এ খবর দিয়েছে। 

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, অর্থ পাচার, ট্যাক্স ফাঁকি এবং অবৈধ সম্পদ লেনদেন রোধে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন নিয়ম না মানলে সংশ্লিষ্ট দোকান বা প্রতিষ্ঠান তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। 


সৌদি আরব 

কবে চালু হবে জিসিসি ভিসা, জানালেন সৌদির মন্ত্রী

গালফ অঞ্চলে পর্যটন ও অর্থনৈতিক খাতে জিসিসি ভিসা ব্যবস্থা, যা চালু হবে আগামী বছর থেকেই। সৌদি আরবের পর্যটনমন্ত্রী আহমেদ আল-খাতিব বাহরাইনের মানামায় গালফ গেটওয়ে ইনভেস্টমেন্ট ফোরামে এই  ঘোষণা দেন। উদ্যোগটি বাস্তবায়িত হলে একটি ভিসা নিয়েই একজন পর্যটক সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, কাতার ও বাহরাইনসহ গালফ অঞ্চলের সবগুলো দেশ ভ্রমণ করতে পারবেন। সৌদি গেজেট এ খবর দিয়েছে। 

খবরে বলা হয়েছে, গত চার বছর ধরে জিসিসি দেশগুলো পর্যটন খাতের উন্নয়ন ও নীতিমালা একীভূত করার জন্য কাজ করছে। বর্তমানে গালফের প্রধান চারটি বিমান সংস্থা বছরে প্রায় ১ কোটি ৫০ লাখ যাত্রী পরিবহন করছে, কিন্তু এর অর্ধেকেরও কম গালফের ভেতরে ভ্রমণ করে। এই পরিসংখ্যান তুলে ধরে সৌদি মন্ত্রী বলেন, নতুন ঐক্যবদ্ধ ভিসা কার্যকর হলে অভ্যন্তরীণ পর্যটন বাড়বে, অঞ্চলগুলোর মধ্যে যোগাযোগ আরো মজবুত হবে এবং গালফ দেশগুলো একসঙ্গে বিশ্ব পর্যটনের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করবে। আগামী বছরেই চালু হতে যাওয়া এই ভিসা ব্যবস্থা গালফের ইতিহাসে এক নতুন অধ্যায় সূচনা করবে বলে আশা করা হচ্ছে।


সংযুক্ত আরব আমিরাত 

আমিরাতের ইমিগ্রেশনে প্রযুক্তির চমক

আরব আমিরাতের দুবাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে এসেছে প্রযুক্তির নতুন চমক। সেখানকার টার্মিনাল ৩ এ স্থাপন করা হয়েছে ২০০টিরও বেশি বায়োমেট্রিক ক্যামেরা, যা যাত্রীদের চেক‑ইন থেকে বোর্ডিং পর্যন্ত পুরো যাত্রাপথকে দ্রুত, সুরক্ষিত ও সহজ করবে। এই প্রযুক্তি যাত্রীকে একমাত্র মুখের বায়োমেট্রিক শনাক্তকরণের মাধ্যমে চিহ্নিত করে, পাসপোর্ট বা বোর্ডিং পাস দেখানো ছাড়াই চলাচল নিশ্চিত করতে সক্ষম। খালিজ টাইমস এ খবর দিয়েছে। 

যাত্রীদের প্রথমে এমিরেটস অ্যাপ, চেক‑ইন কাউন্টার বা স্ব-সেবা কিওস্কের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের পর তারা বিশেষ বায়োমেট্রিক লেন ব্যবহার করতে পারবে, যেখানে মাত্র এক মিটার দূর থেকেও ক্যামেরা তাদের শনাক্ত করতে সক্ষম। 

এই প্রজেক্টে খরচ করা হয়েছে প্রায় ৮৫ মিলিয়ন দিরহাম, যার মাধ্যমে বিমান ভ্রমণ আরো দ্রুত, আধুনিক ও নিরাপদ হয়ে উঠেছে। এমিরেটস আশা করছে, এই প্রযুক্তি আন্তর্জাতিক যাত্রীদের ভ্রমণ আরো সহজ ও সময়সাশ্রয়ী করবে, যেখানে পাসপোর্ট বা বোর্ডিং পাস হাতে ধরার দিন দ্রুত অতীতের স্মৃতি হয়ে যাবে।

Logo