Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাংলাদেশি বন্ধুর পরামর্শে ১৫ মিলিয়ন দিরহাম জিতলেন এক ভারতীয়

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ০৯:২০

বাংলাদেশি বন্ধুর পরামর্শে ১৫ মিলিয়ন দিরহাম জিতলেন এক ভারতীয়

একজন বাংলাদেশি বন্ধুর পরামর্শ বদলে দিল ভারতীয় প্রবাসী সন্দীপ কুমার প্রসাদের জীবন। আবুধাবির বিগ টিকিট র‍্যাফেল ড্রতে তিনি জিতে নিয়েছেন ১৫ মিলিয়ন দিরহাম, যা বাংলাদেশি টাকায় প্রায় ৪৫ কোটি টাকা।

গালফ নিউজ তাদের প্রতিবেদনে আরো জানায়, সন্দীপ পেশায় একজন টেকনিশিয়ান, কাজ করেন শিপিং ইন্ডাস্ট্রিতে। তিনি জানান, তার বন্ধু জাহাঙ্গীর আলম, যিনি গত মার্চে বিগ টিকিটে ২০ মিলিয়ন দিরহাম জিতেছিলেন তাকে এই লটারির কথা বলেন। “জাহাঙ্গীর ভাই বলেছিলেন, চেষ্টা করলে ভাগ্য বদলাতে পারে। তার কথায় অনুপ্রাণিত হয়ে আমি টিকিট কিনতে শুরু করি,” বলেন সন্দীপ।

টিকিট কেনার সামর্থ্য না থাকলেও তিনি গত তিন মাসে তিনটি ড্রতে অংশ নেন। ১৯ আগস্ট কেনা টিকিট নম্বর ২০০৬৬৯ দিয়ে তিনি ৩ সেপ্টেম্বর বিজয়ী হন। “এই টিকিট আমি ২০ জনের সঙ্গে ভাগ করে নিয়েছি,” বলেন ৩০ বছর বয়সী উত্তর প্রদেশের বাসিন্দা সন্দীপ।

বিজয়ের খবর পাওয়ার সময় তিনি পরিবারের সঙ্গে কথা বলছিলেন। “প্রথমে বিশ্বাসই হচ্ছিল না। পরে যখন বুঝলাম সত্যি, তখন আনন্দে চোখে পানি চলে আসে,” বলেন তিনি। তিনি জানান, তার বাবা অসুস্থ, তাই এখনই ভারতে ফিরে বাবার চিকিৎসার ব্যবস্থা করবেন।

দুবাইয়ে তিন বছর ধরে থাকা সন্দীপ বলেন, “আমি খুবই কৃতজ্ঞ জাহাঙ্গীর ভাইয়ের প্রতি। তার পরামর্শ ছাড়া আমি কখনো টিকিট কিনতাম না।” তিনি আরো বলেন, “টেকনিশিয়ান থেকে কোটিপতি হয়ে যাওয়াটা যেন স্বপ্নের মতো। আমি সবাইকে বলব, একবার চেষ্টা করে দেখুন। আমি ১৫ মিলিয়ন দিরহাম জিতেছি, আপনিও পারেন।”

Logo