ভিসা প্রতারণায় ব্যবসায়ীকে শাস্তি দিলেন আমিরাতের আদালত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ০৯:১৫
সংযুক্ত আরব আমিরাতে ভিসা প্রতারণার অভিযোগে এক এশীয় ব্যবসায়ীকে দোষী সাব্যস্ত করেছেন আদালত। তিনি এক ব্যক্তিকে গোল্ডেন রেসিডেন্সি ভিসা দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ৬ হাজার দিরহাম নিয়েছিলেন, কিন্তু পরে প্রতিশ্রুতি পূরণ না করায় ভুক্তভোগী প্রতারণার মামলা করেন। গালফ নিউজ এ সংবাদ প্রকাশ করে।
আবুধাবির আদালতে মামলার শুনানিতে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি তার কোম্পানির মাধ্যমে ভিসা দেওয়ার কথা বলে ভুক্তভোগীর কাছ থেকে টাকা নেন। ভুক্তভোগী ৬ হাজার দিরহাম কোম্পানির অ্যাকাউন্টে ট্রান্সফার করেন, কিন্তু পরে বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন, কারণ কোনো ভিসা প্রক্রিয়া শুরু হয়নি।
আদালত রায়ে জানায়, অভিযুক্ত ব্যক্তি মাত্র ১ হাজার ৫০০ দিরহাম ফেরত দিয়েছেন, বাকি ৪ হাজার ৫০০ দিরহাম ফেরত দিতে অস্বীকৃতি জানান। আদালত তার জেল স্থগিত করে তবে আর্থিক জরিমানা ও ক্ষতিপূরণ আদায়ের নির্দেশ দেয়।
এই মামলার মাধ্যমে আদালত স্পষ্ট করেছে, ভিসা দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে অর্থ নেওয়া একটি গুরুতর অপরাধ এবং এ ধরনের প্রতারণা করলে আইনি শাস্তি অনিবার্য।
বিশ্লেষকরা বলছেন, প্রবাসীদের উচিত ভিসা সংক্রান্ত যে কোনো লেনদেনের আগে যাচাই-বাছাই করা এবং শুধু অনুমোদিত ও বিশ্বস্ত উৎস থেকে ভিসা প্রক্রিয়া সম্পন্ন করা। প্রতারণার শিকার হলে দ্রুত আইনি সহায়তা নেওয়ার পরামর্শও দিয়েছেন তারা।
এই ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সাধারণ মানুষকে সতর্ক করে বলেছে, ভুয়া ভিসা প্রতিশ্রুতি দিয়ে অর্থ নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কেউ প্রতারিত হলে তা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জানাতে হবে।
logo-1-1740906910.png)