বাংলাদেশ ও বাহরাইনের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে বৈঠক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ০৬:৩১
বাহরাইনের রাজধানী মানামায় চলমান ২১তম মানামা ডায়ালগের ফাঁকে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ১ নভেম্বর ২০২৫ তারিখে একাধিক গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। এই বৈঠকগুলোতে আঞ্চলিক শান্তি, সহযোগিতা এবং বাংলাদেশ-বাহরাইন সম্পর্ক আরে দৃঢ় করার বিষয়ে আলোচনা হয়।
বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল লতিফ বিন রশিদ আলজায়ানির সঙ্গে সাক্ষাৎ করেন পররাষ্ট্র উপদেষ্টা। বৈঠকে তিনি মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার গুরুত্ব তুলে ধরেন এবং এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় বাহরাইনের গঠনমূলক নেতৃত্বের প্রশংসা করেন। তিনি ২০২৫ সালে ঢাকায় বাংলাদেশ-বাহরাইন রাজনৈতিক পরামর্শের দ্বিতীয় রাউন্ড আয়োজনের আগ্রহ প্রকাশ করেন এবং বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
একই দিনে বাহরাইনের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী আদেল বিন খলিফা আল ফাদেলের সঙ্গেও বৈঠক করেন তৌহিদ হোসেন। সেখানে তিনি বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা পুনরায় চালুর অনুরোধ জানান, বিশেষ করে ব্যবসায়ী, পেশাজীবী, দক্ষ ও অর্ধদক্ষ কর্মীদের জন্য। এছাড়া বাহরাইনে বসবাসরত বাংলাদেশিদের পরিবারের সদস্যদের জন্য পারিবারিক ভিসা দেওয়ার বিষয়েও আলোচনা করেন।
বাহরাইনের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশি প্রবাসীদের অর্থনৈতিক অবদানের প্রশংসা করেন এবং জানান, ধাপে ধাপে বাংলাদেশিদের জন্য ভিসা চালুর বিষয়ে তাদের সরকার ইতিবাচকভাবে কাজ করছে। পাশাপাশি দুই দেশের মধ্যে সাজাপ্রাপ্ত বন্দিদের স্থানান্তর সংক্রান্ত একটি চুক্তির সম্ভাবনাও আলোচনায় উঠে আসে।
উল্লেখ্য, মানামা ডায়ালগ একটি আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলন, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের নীতিনির্ধারক ও নেতারা আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা করেন। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এই সম্মেলনের বিভিন্ন সেশন ও সাইড ইভেন্টে অংশ নিচ্ছেন।
এই বৈঠকগুলো বাংলাদেশ ও বাহরাইনের মধ্যকার সম্পর্ক আরো গভীর করার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
logo-1-1740906910.png)