Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

ওমানে কৃষি দিবস উদযাপন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ০৬:২৯

ওমানে কৃষি দিবস উদযাপন

ওমানের সুলতানেটে প্রতি বছর ৩১ অক্টোবর পালিত হয় ‘ওমান কৃষি দিবস’। এই দিবস উপলক্ষে দেশজুড়ে সপ্তাহব্যাপী নানা আয়োজনের মাধ্যমে কৃষি খাতের গুরুত্ব তুলে ধরা হয়। কৃষি দিবসটি মূলত দেশটির কৃষকদের প্রতি শ্রদ্ধা জানানো এবং খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়নের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করার একটি উপলক্ষ।

ওমানের কৃষি, মৎস্য ও পানিসম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশটিতে মোট ৩ লাখ ১১ হাজার একর জমিতে চাষাবাদ হয়েছে এবং মোট উদ্ভিদ উৎপাদন হয়েছে ৩.৯৪ মিলিয়ন টন। উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মন্ত্রণালয় ৩৭ হাজার কেজি বীজ এবং ৬৮ হাজার চারা বিতরণ করেছে।

ফসল উৎপাদনের দিক থেকে সবচেয়ে বেশি উৎপাদিত হয়েছে খেজুর ৪ লাখ টন। এরপর রয়েছে টমেটো (২.৩৬ লাখ টন), মরিচ (১.৮১ লাখ টন), শসা (১.৩২ লাখ টন) এবং তরমুজ (১.০২ লাখ টন)। খাদ্য স্বয়ংসম্পূর্ণতার দিক থেকে খেজুরে ৯৯ শতাংশ, সবজিতে ৭৯ শতাংশ এবং ফলে ২৪ শতাংশ অর্জন করেছে ওমান।

জাতীয় পরিসংখ্যান ও তথ্য কেন্দ্র (NCSI) জানিয়েছে, মোট চাষযোগ্য জমির মধ্যে ৪১.৯ শতাংশই পশুখাদ্য উৎপাদনের জন্য ব্যবহৃত হয়।

কৃষি দিবস উপলক্ষে ওমানের পরিবেশ কর্তৃপক্ষ আল বাতিনাহ দক্ষিণ প্রদেশের বারকা শহরের পুনর্বাসন ও প্রজনন কেন্দ্রে শিক্ষার্থীদের জন্য একটি ভ্রমণ আয়োজন করে। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দেশীয় বন্য গাছপালা সংরক্ষণের গুরুত্ব এবং পরিবেশবান্ধব কৃষি চর্চা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হয়।

শিক্ষার্থীরা কেন্দ্রের কার্যক্রম সম্পর্কে জানতে পারে, যেখানে উদ্ভিদ সংরক্ষণ, প্রজাতি পুনরুৎপাদন এবং টেকসই কৃষি পদ্ধতির উন্নয়নে কাজ করা হয়। এই ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ ও কৃষি সম্পর্কে সচেতন করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Logo