Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

ওমানে নতুন নাগরিকত্ব আইনে ৪৫ জনকে নাগরিকত্ব প্রদান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ০৬:২৮

ওমানে নতুন নাগরিকত্ব আইনে ৪৫ জনকে নাগরিকত্ব প্রদান

ওমানের সুলতান হাইথাম বিন তারিক সম্প্রতি একটি রাজকীয় আদেশের মাধ্যমে ৪৫ জনকে ওমানের নাগরিকত্ব প্রদান করেছেন। রয়্যাল ডিক্রি নম্বর ৯৪/২০২৫ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়।

গালফ নিউজের প্রতিবেদন বলছে, এই নাগরিকত্ব প্রদান মূলত তাদের জন্য, যারা দীর্ঘদিন ধরে ওমানে বসবাস করছেন এবং দেশটির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। নতুন নাগরিকত্ব আইন অনুযায়ী, বিদেশি নাগরিকদের জন্য কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হয়; যেমন- দীর্ঘমেয়াদি বসবাস, সামাজিক ও অর্থনৈতিক অবদান এবং জাতীয় স্বার্থে আনুগত্য প্রদর্শন।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে ওমান সরকার নতুন নাগরিকত্ব আইন জারি করে, যা পূর্ববর্তী ২০১৪ সালের আইনকে প্রতিস্থাপন করে। এতে করে নাগরিকত্ব প্রক্রিয়া আরো স্বচ্ছ ও কার্যকর হয়েছে।

ওমান সরকার জানিয়েছে, এই ধরনের নাগরিকত্ব প্রদান দেশটির বহুজাতিক সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং বিদেশি নাগরিকদের মধ্যে দায়িত্ববোধ ও সম্পৃক্ততা বাড়াবে। 

এদিকে, ওমান সম্প্রতি ১০ বছরের ‘গোল্ডেন রেসিডেন্সি’ কর্মসূচিও চালু করেছে, যার মাধ্যমে বিদেশি বিনিয়োগকারী ও দক্ষ পেশাজীবীদের আকৃষ্ট করার চেষ্টা চলছে। এই কর্মসূচি ও নাগরিকত্ব নীতিমালা একসঙ্গে দেশটির বৈশ্বিক অবস্থানকে আরো শক্তিশালী করছে।

ওমানের এই পদক্ষেপ প্রমাণ করে, তারা শুধু অভ্যন্তরীণ উন্নয়ন নয় বরং আন্তর্জাতিক সম্পর্ক ও বৈচিত্র্যময় সমাজ গঠনের দিকেও গুরুত্ব দিচ্ছে। নাগরিকত্ব পাওয়া ব্যক্তিরা এখন ওমানের পূর্ণ অধিকারভুক্ত নাগরিক হিসেবে দেশটির উন্নয়নে আরো সক্রিয় ভূমিকা রাখতে পারবেন।

Logo