মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২ নভেম্বর ২০২৫
বাহরাইনে ব্যাংক কর্মকর্তা সেজে প্রতারণা, সতর্ক থাকার পরামর্শ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ১৯:১৭
বাহরাইন
বাহরাইনে ব্যাংক কর্মকর্তা সেজে প্রতারণা, সতর্ক থাকার পরামর্শ
বাহরাইনে সাম্প্রতিক সময়ে টেলিগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাংক কর্মকর্তা বা সিইও সেজে প্রতারণার ঘটনা বেড়ে গেছে। দেশটির জেনারেল ডিরেক্টরেট অব অ্যান্টি-করাপশন অ্যান্ড ইকোনমিক অ্যান্ড ইলেকট্রনিক সিকিউরিটি জানিয়েছে, প্রতারক চক্রগুলো টেলিগ্রামে ভুয়া গ্রুপ খুলে নিজেদের নামের পাশে সুপরিচিত ব্যাংকের পরিচয় যুক্ত করছে। এরপর তারা ভুক্তভোগীদের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে বিনিয়োগ, পুরস্কার কিংবা দ্রুত লাভের প্রলোভন দেখিয়ে ব্যাংকিং তথ্য, জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের কপি নিতে চেষ্টা করে। দ্য ডেইলি ট্রিবিউন এ খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, অনেকেই অচেনা ব্যক্তির প্রতি বিশ্বাস দেখিয়ে নিজের ব্যাংক অ্যাকাউন্ট বা ওটিপি শেয়ার করে আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন। এমন ঘটনায় অপরাধীরা ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে তাদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিচ্ছে বা অনলাইন জালিয়াতির মাধ্যমে অন্যের নামে প্রতারণা করছে।
কর্তৃপক্ষ জনগণকে সতর্ক করে বলেছে, কোনো অজানা ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক তথ্য শেয়ার করা থেকে বিরত থাকতে হবে, কেননা ব্যাংকের কর্মকর্তারা এমনভাবে কাজ করে না। পাশাপাশি সন্দেহজনক বার্তা, কল বা টেলিগ্রাম গ্রুপ দেখা মাত্রই তা বাহরাইনের সাইবার ক্রাইম ইউনিটে রিপোর্ট করার অনুরোধ জানানো হয়েছে।
ওমান
নতুন আইনে নাগরিকত্ব দিচ্ছে ওমান
নতুন নাগরিকত্ব আইনের আওতায় ৪৫ জন বিদেশিকে স্থায়ী নাগরিকত্ব প্রদান করেছে ওমান সরকার। দেশটির সুলতান হাইতাম বিন তারিক রয়্যাল ডিক্রি জারি করে এ নাগরিকত্ব অনুমোদন দেন। গালফ নিউজ এ খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে কার্যকর হওয়া নতুন ওমানি নাগরিকত্ব আইন অনুযায়ী এবারই প্রথমবারের মতো নাগরিকত্ব প্রদান করা হলো। এই আইনে নাগরিকত্বের যোগ্যতা, আবেদন প্রক্রিয়া ও শর্ত আরো স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে, যাতে দেশটির সামাজিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখা ব্যক্তিরা অগ্রাধিকার পান। ওমানে আছেন সাড়ে তিন লাখ বাংলাদেশি, এ খবর তাদের জন্য অনুপ্রেরণার।
নতুন আইনের আওতায় নাগরিকত্ব পাওয়া যাবে তিনটি পথে- জন্মসূত্রে, বিবাহের মাধ্যমে এবং ন্যাচারালাইজেশন বা স্বাভাবিকীকরণ প্রক্রিয়ায়। তবে একই সঙ্গে দুই দেশের নাগরিকত্ব রাখা ওমানে সাধারণত নিষিদ্ধ। শুধু বিশেষ অনুমোদনের ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে। আইনে আরো বলা হয়েছে, যারা অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করবে, তারা স্বয়ংক্রিয়ভাবে ওমানি নাগরিকত্ব হারাবে।
সরকারি সূত্র জানিয়েছে, নতুন নাগরিকত্ব পাওয়া এই ৪৫ জন এমন ব্যক্তি, যারা দীর্ঘদিন ধরে ওমানে বসবাস করছেন এবং দেশের উন্নয়ন, সমাজ ও অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। ওমানি সরকারের মতে, নতুন আইনটির উদ্দেশ্য হলো নাগরিকত্ব প্রক্রিয়াকে আরো স্বচ্ছ, নিয়ন্ত্রিত ও ন্যায্য করা, যাতে প্রকৃত অবদান রাখা ব্যক্তিরা রাষ্ট্রীয় মর্যাদা লাভ করতে পারেন।
কুয়েত
মাদক সম্পৃক্ততায় প্রবাসী আটক
কুয়েতের মাঙ্গাফ এলাকায় বিপুল পরিমাণ মাদকসহ এক এশীয় প্রবাসীকে আটক করেছে দেশটির মাদক নিয়ন্ত্রণ বিভাগ। অভিযানে তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ৬ কেজি হেরোইন এবং ৪ কেজি অন্যান্য মাদক পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭০ হাজার কুয়েতি দিনার বা সাড়ে ৬ কোটি টাকার বেশি। আরব টাইমস এ খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, তদন্ত সূত্রে জানা গেছে, ওই প্রবাসী একটি আন্তর্জাতিক মাদকচক্রের সদস্য হিসেবে কাজ করছিল। সে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে মাদক কেনাবেচা এবং লেনদেনের স্থান নির্ধারণ করত, যাতে নিরাপত্তা বাহিনীর নজর এড়িয়ে কার্যক্রম চালানো যায়। দীর্ঘ পর্যবেক্ষণ ও গোপন তথ্যের ভিত্তিতে কুয়েতি আইনশৃঙ্খলা বাহিনী সফল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই প্রবাসীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে এবং তার সঙ্গে জড়িত অন্য সহযোগীদের খুঁজে বের করতে তদন্ত চলছে। এশিয়ান বলা হলেও এই মাদক কারবারি কোন দেশের নাগরিক তা প্রকাশ করা হয়নি। সাম্প্রতিক সময়ে মাদকের বিরুদ্ধে জোরেশোরে অভিযান চালাচ্ছে কুয়েত। ফলে মাদকের বিরুদ্ধে সচেতন থাকা জরুরি কুয়েত প্রবাসী বাংলাদেশিদের।
সৌদি আরব
সৌদিতে অভিযানে ১৩ হাজারের বেশি বিদেশি বহিষ্কার
সৌদি আরবে অবৈধ কর্মীদের বিরুদ্ধে অভিযানে গত এক সপ্তাহে ২১ হাজারের বেশি অবৈধ প্রবাসী ও আইন ভঙ্গকারীকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২৩ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত পরিচালিত অভিযানে ১৩ হাজার ২৭৯ জনকে দেশটি থেকে বহিষ্কার করা হয়। সৌদি গেজেট এ খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, আটককৃতদের মধ্যে ১২ হাজার ৭৪৫ জনকে আবাসন আইন, ৪ হাজার ৫৭৭ জনকে সীমান্ত আইন এবং ৪ হাজার ৩২৯ জনকে শ্রম আইন ভঙ্গের অভিযোগে ধরা হয়েছে। আটককৃত ও বহিষ্কৃতদের ৯৯ শতাংশই ইয়েমেন ও ইথিওপিয়ান নাগরিক। এই অভিযানকে সৌদি সরকারের কঠোর আইন প্রয়োগ, অবৈধ প্রবেশ ও শ্রমবাজার নিয়ন্ত্রণের অঙ্গীকারের অংশ হিসেবে দেখা হচ্ছে।
logo-1-1740906910.png)