Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাংলাদেশিদের জন্য ভিসা পুনরায় চালুর উদ্যোগ নিচ্ছে বাহরাইন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ০৯:৫৬

বাংলাদেশিদের জন্য ভিসা পুনরায় চালুর উদ্যোগ নিচ্ছে বাহরাইন

বাহরাইন বাংলাদেশিদের জন্য ধাপে ধাপে ভিসা সুবিধা পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে। দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী আদেল বিন খলিফা আল ফাদেল এই তথ্য জানিয়েছেন। তিনি বাহরাইনে চলমান ২১তম মানামা ডায়ালগ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন। দেশের শীর্ষস্থানীয় দৈনিক দ্য ডেইলি স্টার এ সংবাদ প্রকাশ করে। 

বাহরাইন বর্তমানে প্রায় ৩ লাখ বাংলাদেশির আবাসস্থল হলেও ২০১৮ সাল থেকে দেশটি বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ স্থগিত রেখেছে। বৈঠকে তৌহিদ হোসেন বাংলাদেশি ব্যবসায়ী, পেশাজীবী, দক্ষ ও অদক্ষ শ্রমিকদের জন্য পুনরায় ভিসা চালুর অনুরোধ জানান। তিনি বাহরাইনে বসবাসরত বাংলাদেশিদের জন্য পারিবারিক ভিসা চালুর বিষয়েও অনুরোধ করেন।

বাহরাইনের উপমন্ত্রী বাংলাদেশি কমিউনিটির অর্থনৈতিক অবদানকে স্বীকৃতি দিয়ে জানান, তার সরকার ধাপে ধাপে ভিসা সুবিধা পুনরায় চালুর জন্য কাজ করছে।

বৈঠকে দুই দেশের মধ্যে সাজাপ্রাপ্ত ব্যক্তিদের স্থানান্তর সংক্রান্ত একটি চুক্তির সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। এছাড়া তৌহিদ হোসেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল লতিফ বিন রাশিদ আলজায়ানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। তিনি মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার গুরুত্ব তুলে ধরেন এবং এই অঞ্চলে বাহরাইনের গঠনমূলক নেতৃত্বের প্রশংসা করেন।

বাংলাদেশ ২০২৫ সালে ঢাকায় দ্বিতীয় দফা রাজনৈতিক পরামর্শ সভা আয়োজনের আগ্রহ প্রকাশ করে এবং বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানায়।

একটি পৃথক বৈঠকে তৌহিদ হোসেন কাতারের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখির সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে তিনি কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের সংহতি পুনর্ব্যক্ত করেন। কাতারও রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

তৌহিদ হোসেন এশিয়ার রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ও আঞ্চলিক সহযোগিতা বাড়াতে ‘কনফারেন্স অন ইন্টারঅ্যাকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজারস ইন এশিয়া (CICA)’-এর মহাসচিবের সঙ্গে আলোচনা করেন।

তিনি বর্তমানে মানামা ডায়ালগের বিভিন্ন সেশন ও সাইড ইভেন্টে অংশ নিচ্ছেন, যেখানে বিশ্ব নেতারা ও নীতিনির্ধারকরা আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা করছেন।

Logo