Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতের রিজার্ভ এরিয়ায় প্রবেশ নিষেধ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ০৯:৫৪

কুয়েতের রিজার্ভ এরিয়ায় প্রবেশ নিষেধ

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশটির সংরক্ষিত প্রাকৃতিক এলাকায় অবৈধ প্রবেশ, শিকার এবং পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে জনগণকে সতর্ক করেছে। ১ নভেম্বর ২০২৫ তারিখে আরব টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, এসব কর্মকাণ্ডকে আইন বিরুদ্ধ ঘোষণা করে মন্ত্রণালয় কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, প্রাকৃতিক সংরক্ষিত অঞ্চলগুলোতে প্রবেশ, শিকার বা যে কোনো ধরনের অনধিকার কার্যক্রম পরিবেশ ও বন্যপ্রাণীর জন্য মারাত্মক হুমকি। এসব এলাকায় গাড়ি, শিকারের সরঞ্জাম বা পাখি ধরার জন্য ব্যবহৃত ফাঁদসহ যে কোনো অবৈধ উপকরণ ব্যবহার নিষিদ্ধ।

এই সতর্কতা মূলত কুয়েতের পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষার বৃহত্তর উদ্যোগের অংশ। সম্প্রতি বিভিন্ন সংরক্ষিত এলাকায় অনধিকার প্রবেশ ও শিকারের ঘটনা বেড়ে যাওয়ায় কর্তৃপক্ষ এই পদক্ষেপ নিয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, যারা এই নিষেধাজ্ঞা অমান্য করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে রয়েছে জরিমানা, আটক এবং পরিবেশ সংরক্ষণ আইনের আওতায় মামলা দায়ের।

এর আগে কুয়েতের সাবাহ আল-আহমাদ ন্যাচার রিজার্ভে অবৈধভাবে প্রবেশ করে ফ্যালকন শিকার করার সময় কয়েকজনকে হাতেনাতে আটক করা হয়। এই ঘটনাগুলোই কুয়েত সরকারকে আরো কঠোর পদক্ষেপ নিতে বাধ্য করেছে।

Logo