সৌদি আরবে এক সপ্তাহে ২১,৬৫১ অবৈধ অভিবাসী আটক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ০৯:৫২
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত এক সপ্তাহে দেশজুড়ে পরিচালিত অভিযানে মোট ২১ হাজার ৬৫১ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। আরব নিউজের ১ নভেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
সৌদি প্রেস এজেন্সির (SPA) বরাতে জানা যায়, আটককৃতদের মধ্যে ১২ হাজার ৭৪৫ জনকে আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে, ৪ হাজার ৫৭৭ জনকে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টার সময় এবং ৪ হাজার ৩২৯ জনকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার করা হয়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়, যেসব ব্যক্তি সৌদি আরবে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করেছিলেন, তাদের মধ্যে ৫৩ শতাংশ ইথিওপিয়ান, ৪৬ শতাংশ ইয়েমেনি এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। এছাড়া ৫৯ জনকে প্রতিবেশী দেশে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় আটক করা হয়। পাশাপাশি ২১ জনকে অবৈধ অভিবাসীদের পরিবহন ও আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, যে কেউ অবৈধভাবে কাউকে সৌদি আরবে প্রবেশে সহায়তা করলে, যেমন- পরিবহন, আশ্রয় বা লুকিয়ে রাখার মতো কাজে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে রয়েছে সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল (প্রায় ২.৬৭ লাখ মার্কিন ডলার) পর্যন্ত জরিমানা এবং সংশ্লিষ্ট যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধান।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাধারণ জনগণকে অনুরোধ করেছে, যদি কেউ অবৈধ অভিবাসন বা সংশ্লিষ্ট অপরাধ সম্পর্কে কোনো তথ্য পান, তাহলে তা দ্রুত কর্তৃপক্ষকে জানান। মক্কা ও রিয়াদ অঞ্চলে ৯১১ নম্বরে এবং অন্যান্য অঞ্চলে ৯৯৯ বা ৯৯৬ নম্বরে কল করে এসব তথ্য দেওয়া যাবে।
logo-1-1740906910.png)