Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনের স্বরাষ্ট্র উপমন্ত্রীর সাথে পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ০০:০১

বাহরাইনের স্বরাষ্ট্র উপমন্ত্রীর সাথে পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেশটির স্বরাষ্ট্র উপমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল আদেল বিন খলিফা আল ফাদলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। 

১ নভেম্বর এই সৌজন্য বৈঠকের সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাসপোর্ট ও নাগরিকত্ব বিষয়ক সহকারী সচিব শেখ হিশাম বিন আবদুর রহমান আল খলিফা।

বৈঠকে বাহরাইন ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। স্বরাষ্ট্র উপমন্ত্রী দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করে বলেন, নিরাপত্তা, অভিবাসন ও জননিরাপত্তা বিষয়ক সহযোগিতা আরো জোরদার করতে বাহরাইন সরকার আগ্রহী।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বাহরাইন সরকারের আতিথেয়তার প্রশংসা করেন এবং দুই দেশের মধ্যকার বিদ্যমান সহযোগিতার সম্পর্ক আরো গভীর ও কার্যকর করার আশাবাদ ব্যক্ত করেন।

Logo