বাহরাইনের স্বরাষ্ট্র উপমন্ত্রীর সাথে পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ০০:০১
বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেশটির স্বরাষ্ট্র উপমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল আদেল বিন খলিফা আল ফাদলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
১ নভেম্বর এই সৌজন্য বৈঠকের সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাসপোর্ট ও নাগরিকত্ব বিষয়ক সহকারী সচিব শেখ হিশাম বিন আবদুর রহমান আল খলিফা।
বৈঠকে বাহরাইন ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। স্বরাষ্ট্র উপমন্ত্রী দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করে বলেন, নিরাপত্তা, অভিবাসন ও জননিরাপত্তা বিষয়ক সহযোগিতা আরো জোরদার করতে বাহরাইন সরকার আগ্রহী।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বাহরাইন সরকারের আতিথেয়তার প্রশংসা করেন এবং দুই দেশের মধ্যকার বিদ্যমান সহযোগিতার সম্পর্ক আরো গভীর ও কার্যকর করার আশাবাদ ব্যক্ত করেন।
logo-1-1740906910.png)