বাহরাইনে পররাষ্ট্র উপদেষ্টা
বাহরাইন-বাংলাদেশ সম্পর্ক ধীরে ধীরে মজবুত হচ্ছে
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ২১:১০
বাহরাইন সফররত পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, বাহরাইনের সাথে বাংলাদেশের সম্পর্ক ধীরে ধীরে মজবুত হচ্ছে। বাহরাইন সরকার বাংলাদেশকে ইতিবাচক হিসেবেই দেখছে।
রাজধানী মানামায় সম্মেলনের ফাঁকে তিনি কথা বলেছেন প্রবাসী সাংবাদিকদের সাথে। এরই মধ্যে তিনি বৈঠক করেছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী এবং বাহরাইনের উপ-স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে। বাহরাইন প্রবাসী সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা জানান, রোহিঙ্গা সমস্যা সমাধানে কাতার আন্তর্জাতিক ক্ষেত্রে মধ্যস্থতা করতে আগ্রহী বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।
শনিবার বাহরাইনের উপ-স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে তৌহিদ হোসেনের বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কেননা বাংলাদেশিদের জন্য দেশটির বন্ধ থাকা শ্রমবাজার খোলার এখতিয়ার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওপরই ন্যস্ত।
বাহরাইনে বাংলাদেশিদের জন্য দীর্ঘ আট বছর ধরে বন্ধ রয়েছে দেশটির শ্রমবাজার। এমনকি বন্ধ আছে ফ্যামিলি ভিসাও। যার কারণে প্রবাসীদের স্ত্রী-সন্তান বা মা-বাবারা দেশটিতে যেতে ভিসা পাচ্ছেন না। ফলে বাহরাইন প্রবাসীদের দীর্ঘদিনের দাবি ভিসা খোলার বিষয়ে বাংলাদেশ সরকার যেন আলোচনা চালায়।
তার পরিপ্রেক্ষিতে এরই মধ্যে প্রবাসী কল্যাণ উপদেষ্টার ৭ অক্টোবরের সফরে বৈঠক হয়েছিল দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রাশিদ বিন আবদুল্লাহ আল খালিফার সাথে। সেই সময় বৈঠককে ফলপ্রসূ বলেছিলেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল। তার সফরের পর পররাষ্ট্র উপদেষ্টার এই সফর ও বাহরাইনের বিভিন্ন মন্ত্রীর সাথে তার বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
মানামা ডায়ালগে যোগ দিতে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন বৃহস্পতিবার বাহরাইনে পৌঁছান। পরদিন শুক্রবার তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল লতিফ বিন রাশিদ আল জায়ানির সাথে বৈঠক করেন।
logo-1-1740906910.png)
