মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১ নভেম্বর ২০২৫
ওমরাহ ভিসার মেয়াদ কমালো সৌদি সরকার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ১৫:২৩
বাহরাইন
মানামা ডায়ালগ: আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও বৈশ্বিক কূটনীতি নিয়ে আলোচনার অন্যতম শীর্ষ আন্তর্জাতিক সম্মেলন আইএসএস মানামা ডায়ালগ ২০২৫ শুরু হয়েছে বাহরাইনের রাজধানী মানামায়। ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত এই সম্মেলন চলবে। তিন দিনব্যাপী এই সম্মেলনের মূল আয়োজন করছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ। দ্য ডেইলি ট্রিবিন এ খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, এবারের আলোচনার মূল বিষয় বৈশ্বিক পরিবর্তনের প্রেক্ষাপটে আঞ্চলিক শক্তি ও কূটনৈতিক নীতি। যেখানে বৈশ্বিক পরিবর্তনের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক অবস্থান ও কৌশলগত চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হবে।
এই ডায়ালগে অংশ নিচ্ছে ২৫টিরও বেশি দেশের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও আন্তর্জাতিক নীতিনির্ধারকরা।
অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল লতিফ বিন রাশিদ আল জায়ানি, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার, নেদারল্যান্ডসের প্রতিরক্ষামন্ত্রী রুবেন ব্রেকেলম্যানস, ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যিদ বাদর বিন হামাদ আল বুসাইদি এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
২০০৪ সাল থেকে নিয়মিতভাবে আয়োজিত এই মানামা ডায়ালগ এখন মধ্যপ্রাচ্যে কূটনৈতিক সহযোগিতা, নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে গঠনমূলক আলোচনার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এবারের সম্মেলনের সিদ্ধান্ত ও বার্তা ভবিষ্যতে বৈশ্বিক রাজনীতিতেও প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।
সৌদি আরব
ওমরাহ ভিসার মেয়াদ কমালো সৌদি সরকার
সৌদি সরকার ওমরাহ ভিসার মেয়াদ তিন মাস থেকে কমিয়ে এক মাস নির্ধারণ করেছে। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, নতুন এই সিদ্ধান্তের লক্ষ্য হলো মক্কা ও মদিনায় ক্রমবর্ধমান ধর্মযাত্রীদের ভিড় নিয়ন্ত্রণ করা এবং ওমরাহ মৌসুমকে আরো সুশৃঙ্খলভাবে পরিচালনা করা। সৌদি গেজেট এ খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, ওমরাহ ভিসাধারীরা সৌদি আরবে প্রবেশের পর আগের মতোই নির্ধারিত সময় পর্যন্ত অবস্থান করতে পারবেন। হজ মন্ত্রণালয় জানিয়েছে, চলতি ওমরাহ মৌসুমের প্রথম পাঁচ মাসে চার মিলিয়নেরও বেশি মুসল্লি বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে গেছেন, যা পূর্বের তুলনায় একটি রেকর্ড সংখ্যা। নতুন নিয়ম অনুযায়ী, যেসব আবেদনকারী ভিসা পাওয়ার পর ৩০ দিনের মধ্যে দেশটিতে প্রবেশ করবেন না, তাদের ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
সংযুক্ত আরব আমিরাত
আবুধাবিতে হচ্ছে নতুন কর্মসংস্থান, ২০৩০ সালের মধ্যে জিডিপি দ্বিগুণের পরিকল্পনা
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি ২০৩০ সালের মধ্যে তাদের জিডিপি দ্বিগুণ করার পরিকল্পনা হাতে নিয়েছে। এই সময়ের মধ্যে দেশটিতে তৈরি হবে ২ লাখ ১৬ হাজারেরও বেশি নতুন কর্মসংস্থান এবং ১৮ হাজারের বেশি হোটেল কক্ষ। ফলে পর্যটন খাতের আয় ৪৫ বিলিয়ন দিরহাম থেকে বেড়ে ৯০ বিলিয়ন দিরহামে পৌঁছাবে। খালিজ টাইমস এ খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, দেশটির সরকার জানিয়েছে , এই পরিকল্পনার মূল উদ্দেশ্য কেবল অর্থনৈতিক আকার বৃদ্ধি নয়, বরং মানসম্মত প্রবৃদ্ধি নিশ্চিত করা, যেখানে টেকসই উন্নয়ন, স্থানীয় সংস্কৃতি, উদ্ভাবন ও মানবসম্পদ উন্নয়নকে গুরুত্ব দেওয়া হবে।
নতুন রোডম্যাপে বিমান চলাচল সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা এবং ডিজিটাল মার্কেটিং ও ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজে তরুণদের দক্ষতা বাড়ানোর প্রকল্পও রয়েছে। এতে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে। বিশ্লেষকদের মতে, এই পরিকল্পনা সফল হলে আবুধাবি আগামী দশকে শুধু মধ্যপ্রাচ্যের নয়, বরং বৈশ্বিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে।
logo-1-1740906910.png)