বাহরাইনের রাজধানী মানামায় শুরু হয়েছে আন্তর্জাতিক নিরাপত্তা ও কূটনৈতিক সংলাপ ‘২১তম আইআইএসএস মানামা ডায়ালগ’। ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত রিটজ-কার্লটন হোটেলে আয়োজিত এই সম্মেলনে বিশ্বের শীর্ষস্থানীয় নীতিনির্ধারক, প্রতিরক্ষা কর্মকর্তা ও কৌশলগত বিশ্লেষকরা অংশ নিচ্ছেন।
নিউজ অব বাহরাইন জানাচ্ছে, এই বার্ষিক সংলাপটি মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে বিবেচিত। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য “আঞ্চলিক ক্ষমতা ও রাষ্ট্র পরিচালনা: বৈশ্বিক পরিবর্তনের প্রেক্ষাপটে”।
উদ্বোধনী দিনে বাহরাইনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রয়্যাল গার্ডের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল শেখ নাসের বিন হামাদ আল খলিফা এবং যুক্তরাষ্ট্রের একজন বিশেষ অতিথি অংশ নেন উচ্চপর্যায়ের সংলাপে। সম্মেলনে অংশ নিয়েছেন ২৫টিরও বেশি দেশের মন্ত্রী ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা।
উল্লেখযোগ্য বক্তাদের মধ্যে রয়েছেন:
- বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল লতিফ আল জায়ানি
- যুক্তরাজ্যের পররাষ্ট্র ও উন্নয়নবিষয়ক সচিব ইয়েভেট কুপার
- নেদারল্যান্ডসের প্রতিরক্ষামন্ত্রী রুবেন ব্রেকেলম্যানস
- ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ বদর আল বুসাইদি
- জর্ডানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি
- ন্যাটোর ডেপুটি সুপ্রিম কমান্ডার অ্যাডমিরাল কিথ ব্লাউন্ট
- রেড ক্রসের মহাপরিচালক পিয়েরে ক্রাহেনবুল
- সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা ড. আনোয়ার গারগাশ
এই সংলাপে আলোচনার মূল বিষয়গুলো হলো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা চ্যালেঞ্জ, কৌশলগত অংশীদারিত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা এবং বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য পরিবর্তনের প্রভাব। অংশগ্রহণকারীরা কীভাবে কূটনীতি ও রাষ্ট্র পরিচালনার মাধ্যমে ভবিষ্যৎ গঠন করা যায়, তা নিয়ে মতবিনিময় করছেন।
২০০৪ সাল থেকে প্রতি বছর বাহরাইনে আয়োজিত এই সংলাপটি এখন আঞ্চলিক নিরাপত্তা কূটনীতির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভে পরিণত হয়েছে। এতে অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা ও বিশ্লেষণ ভাগ করে নিচ্ছেন, যা আন্তর্জাতিক সহযোগিতা ও নীতিনির্ধারণে সহায়ক ভূমিকা রাখছে।
logo-1-1740906910.png)