Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মরুর দেশ সৌদিতে এবার কেমন শীত?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ১৭:৪০

মরুর দেশ সৌদিতে এবার কেমন শীত?

অভূতপূর্ব শৈত্যপ্রবাহে জমে যাচ্ছে মরুর দেশ সৌদি আরব। গত রোববার থেকে শুরু হওয়া শৈত্য প্রবাহে ২১ লাখ ৪৯ হাজার ৬৯০ বর্গকিলোমিটার আয়তনের এই দেশটির অনেক এলাকায় তাপমাত্রা মাইনাস ৩ পর্যন্ত নেমে যায়। 


সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এরই মধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, রাতে বোতল থেকে পানি ঢালা হচ্ছে, আর সেই পানি মাটিতে পড়ামাত্র বরফ হয়ে যাচ্ছে। সৌদির আল জৌফ প্রদেশের তাবারজাল জেলায় ইতিহাসে এই প্রথমবার ঠান্ডায় পানি জমে বরফ হতে দেখা যাচ্ছে। সৌদি সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, তাপমাত্রা সবচেয়ে হ্রাস পেয়েছে দেশটির উত্তর সীমান্ত প্রদেশের তুরাইফ জেলায়। 


এ ছাড়া আল কুরায়ায়াত ও আল জৌফে মাইনাস ১ ডিগ্রি, রাফহায় শূন্য ডিগ্রি, আরারে ২ ডিগ্রি, হাফার আল বাতেনে ৩ ডিগ্রি, তাবুক এবং হাইলে ৪ ডিগ্রি, বুরাইদাহতে ৬ ডিগ্রি, রাজধানী রিয়াদ এবং আবহায় ৮ ডিগ্রি এবং সমুদ্র উপকূলবর্তী শহর দাম্মাম, আল আহসা, জেদ্দা ও তায়েফে ৯ ডিগ্রিতে নেমে গেছে তাপমাত্রা।


সৌদির আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার অব মেটেরোলজির সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে, রাশিয়ার সাইবেরিয়া অঞ্চল থেকে বয়ে আসা শীতল বায়ুর প্রভাবে অভূতপূর্ব এ শৈত্যপ্রবাহ দেখা দিয়েছে। মঙ্গলবার পর্যন্ত এই প্রবাহ অব্যাহত ছিলো এবং সোমবার ও মঙ্গলবার রাজধানী রিয়াদের তাপমাত্রা আরও নেমে গিয়ে ৫ ডিগ্রি থেকে ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করেছে।


সেই সঙ্গে তাবুক, আল জৌফ, হাইল ও উত্তর সীমান্ত প্রদেশের তাপমাত্র নেমে যাবে শূন্য থেকে মাইনাস ৩ ডিগ্রি সেলসিয়াসে।


তথ্যসূত্র: দৈনিক আজকের পত্রিকা 

Logo