Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

৭০ বছরের বেশি বয়সী বাবা-মায়ের জন্য কুয়েতের ভিজিট ভিসা বন্ধ?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ১১:২৬

৭০ বছরের বেশি বয়সী বাবা-মায়ের জন্য কুয়েতের ভিজিট ভিসা বন্ধ?

কুয়েতে বসবাসরত প্রবাসীদের জন্য পরিবার নিয়ে আসা সব সময়ই একটি আবেগের বিষয়। তবে সম্প্রতি কুয়েতের পরিবারভিত্তিক ভিজিট ভিসা নীতিতে কিছু পরিবর্তনের ফলে ৭০ বছরের বেশি বয়সী বাবা-মায়ের ভিসা আবেদন বাতিল হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে করে প্রবাসীদের মধ্যে উদ্বেগ ও হতাশা তৈরি হয়েছে। আরব টাইমস এ সংবাদ প্রকাশ করেছে।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিবারভিত্তিক ভিজিট ভিসা নীতিতে কিছু ইতিবাচক পরিবর্তন এনেছে। যেমন- ন্যূনতম বেতনসীমা তুলে দেওয়া হয়েছে এবং আত্মীয়দের জন্য ভিসার সুযোগ বাড়ানো হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি সীমাবদ্ধতা দেখা দিয়েছে ৭০ বছরের বেশি বয়সী বাবা-মায়ের ভিসা আবেদন ‘অযোগ্য’ হিসেবে বাতিল হচ্ছে।

অনেক প্রবাসী অভিযোগ করেছেন, তারা অনলাইনে আবেদন করার পর “Applicant Not Eligible” বার্তা পাচ্ছেন। এতে বোঝা যাচ্ছে, বয়সের কারণে তাদের বাবা-মায়ের ভিসা অনুমোদন দেওয়া হচ্ছে না। যদিও সরকারিভাবে এই বিষয়ে কোনো স্পষ্ট ঘোষণা দেওয়া হয়নি, তবে বাস্তবে আবেদনকারীরা বারবার প্রত্যাখ্যাত হচ্ছেন।

প্রবাসীরা বলছেন, তারা দীর্ঘদিন ধরে কুয়েতে কাজ করছেন এবং পরিবারকে কিছু সময়ের জন্য কাছে পেতে চেয়েছিলেন। কিন্তু বয়সের কারণে বাবা-মায়ের ভিসা না পাওয়ায় তারা মানসিকভাবে ভেঙে পড়েছেন। অনেকেই বলছেন, বয়সের ভিত্তিতে এমন নিষেধাজ্ঞা মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা উচিত।

বিশেষজ্ঞরা মনে করছেন, কুয়েত সরকার যদি স্বাস্থ্যগত ঝুঁকি বা চিকিৎসা সংক্রান্ত কারণে এমন সিদ্ধান্ত নিয়ে থাকে, তবে তা স্পষ্টভাবে জানানো উচিত। একই সঙ্গে বয়সসীমা নির্ধারণ না করে আবেদনকারীর স্বাস্থ্য ও ভ্রমণ সক্ষমতা বিবেচনায় নেওয়া উচিত।

প্রবাসীরা কুয়েত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তারা এই নীতিমালা পুনর্বিবেচনা করে এবং মানবিক দিক বিবেচনায় ৭০ বছরের বেশি বয়সী বাবা-মায়ের জন্যও ভিজিট ভিসা দেওয়ার সুযোগ রাখে। কারণ, পরিবার থেকে দূরে থাকা প্রবাসীদের জন্য এই সংযোগ মানসিক স্বস্তি ও সামাজিক বন্ধনের গুরুত্বপূর্ণ উপাদান।

এই পরিস্থিতি কুয়েতে বসবাসরত লাখো প্রবাসী বাংলাদেশিসহ অন্যান্য দেশের নাগরিকদের জন্যও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন সময় এসেছে, কুয়েত সরকার যেন এই বিষয়ে একটি স্পষ্ট ও মানবিক সিদ্ধান্ত নেয়।  

Logo