Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

ওমরাহ ভিসায় বড় পরিবর্তন আনল সৌদি আরব, কার্যকর আগামী সপ্তাহে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ১১:২৫

ওমরাহ ভিসায় বড় পরিবর্তন আনল সৌদি আরব, কার্যকর আগামী সপ্তাহে

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ওমরাহ ভিসা-সংক্রান্ত নিয়মে নতুন পরিবর্তনের ঘোষণা দিয়েছে। দ্য পেনিনসুলা কাতারের প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিবর্তনগুলো আগামী সপ্তাহ থেকে কার্যকর হবে এবং ভিসা আবেদনকারীদের জন্য সময়সীমা ও প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে।

সৌদি সরকারের নতুন নিয়ম অনুযায়ী, ওমরাহ ভিসা ইস্যুর পর তা ব্যবহার করার সময়সীমা তিন মাস থেকে কমিয়ে এক মাস করা হয়েছে। অর্থাৎ কেউ যদি ওমরাহ ভিসা পান, তাহলে তাকে ৩০ দিনের মধ্যে সৌদি আরবে প্রবেশ করতে হবে, না হলে ভিসাটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

তবে সৌদি আরবে প্রবেশের পর ভিসার মেয়াদ আগের মতোই তিন মাস থাকবে, অর্থাৎ একজন হাজি সৌদি আরবে প্রবেশের পর সর্বোচ্চ তিন মাস অবস্থান করতে পারবেন।

সৌদি কর্তৃপক্ষের মতে, এই পরিবর্তনের উদ্দেশ্য হলো ভিসা ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও কার্যকারিতা বৃদ্ধি করা। অনেক সময় দেখা যায়, ভিসা ইস্যু হওয়ার পর দীর্ঘ সময় ধরে কেউ সৌদি আরবে প্রবেশ করেন না, এতে প্রশাসনিক জটিলতা তৈরি হয়। নতুন নিয়মে নির্দিষ্ট সময়ের মধ্যে ভিসা ব্যবহার না করলে তা বাতিল হয়ে যাবে, ফলে ভিসা ব্যবস্থাপনা আরো সহজ হবে।

যা মনে রাখা জরুরি:

- ওমরাহ ভিসা ইস্যুর ৩০ দিনের মধ্যে সৌদি আরবে প্রবেশ করতে হবে।  

- প্রবেশের পর তিন মাস পর্যন্ত অবস্থান করা যাবে।  

- নির্ধারিত সময়ের মধ্যে সৌদি আরবে না গেলে ভিসা বাতিল হবে।

- নতুন নিয়ম আগামী সপ্তাহ থেকে কার্যকর হবে।

এই পরিবর্তন ওমরাহ পালনকারীদের জন্য সময়মতো পরিকল্পনা গ্রহণে সহায়ক হবে। ভিসা পাওয়ার পর দ্রুত ভ্রমণের প্রস্তুতি নিতে হবে, যাতে নির্ধারিত সময়ের মধ্যে সৌদি আরবে প্রবেশ করা যায়। এছাড়া ভিসা ব্যবস্থাপনায় সৌদি সরকারের নিয়ন্ত্রণ ও দক্ষতা আরো বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Logo