Logo
×

Follow Us

প্রবাসের খবর

বাহরাইনের বিশিষ্ট ব্যবসায়ী হায়াত উল্লাহ মল্লিকের মৃত্যু

নাইমুর রহমান শান্ত, বাহরাইন

নাইমুর রহমান শান্ত, বাহরাইন

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ২৩:৩৫

বাহরাইনের বিশিষ্ট ব্যবসায়ী হায়াত উল্লাহ মল্লিকের মৃত্যু

বাহরাইনের বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ বিজনেস কমিউনিটি বাহরাইনের সভাপতি হায়াত উল্লাহ মল্লিক আর নেই।

শুক্রবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে তিনি স্ট্রোকজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

হায়াত উল্লাহ মল্লিকের বাড়ি পাবনা সদর উপজেলার সংকরপুর গ্রামে। তিনি দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে বাহরাইনে বসবাস করছিলেন এবং ছিলেন প্রবাসী ব্যবসায়ী সমাজের এক পরিচিত ও সম্মানিত মুখ।

তিনি ছিলেন বাহরাইনে বাংলাদেশি মালিকানাধীন অন্যতম সফল ব্যবসা প্রতিষ্ঠান ‘ট্রিন ট্রিন রেস্টুরেন্ট’-এর প্রতিষ্ঠাতা। তার প্রতিষ্ঠানে প্রায় শতাধিক প্রবাসী বাংলাদেশি কর্মরত রয়েছেন।

ব্যবসায়ী হিসেবে যেমন তিনি সফল ছিলেন, তেমনি সমাজসেবক ও মানবিক মানুষ হিসেবেও রাখেন অমলিন দৃষ্টান্ত। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির ঐক্য, উন্নয়ন ও কল্যাণে তিনি কাজ করেছেন আন্তরিকভাবে।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ বিজনেস কমিউনিটি বাহরাইনের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ, সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দসহ প্রবাসী বাংলাদেশিরা।

তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Logo