Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎ

নাইমুর রহমান শান্ত, বাহরাইন

নাইমুর রহমান শান্ত, বাহরাইন

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ২২:৪৯

বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎ

বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল লতিফ বিন রাশিদ আল জায়ানির সাথে বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সৌজন্য সাক্ষাৎ করেছেন।

শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্কের দৃঢ়তা পুনর্ব্যক্ত করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন খাতে সহযোগিতা আরো জোরদারের উপায় নিয়ে আলোচনা করেন।

এ সময় তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতেও মতবিনিময় করেন। উভয়ে আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বাহরাইন ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো গভীর ও ফলপ্রসূ হবে।

উল্লেখ্য, মানামা ডায়ালগে যোগ দিতে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন বৃহস্পতিবার বাহরাইনে পৌঁছেছেন। সফরকালে তার বাহরাইনের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে। 

বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সফরেও প্রবাসী বাংলাদেশিদের চাওয়া দেশটিতে বাংলাদেশিদের জন্য বন্ধ থাকা ভিসা খোলার বিষয় নিয়ে যেন আলোচনা করা হয়। অন্তত ফ্যামিলি ভিসা খোলার উদ্যোগ নেওয়া হলে বা খুলে গেলে তাতে ভীষণভাবে উপকৃত হবেন বাহরাইনে থাকা প্রবাসী বাংলাদেশিরা।  

Logo