মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৩১ অক্টোবর ২০২৫
লটারিতে ৪০ লাখ টাকার সোনার বার পেলেন প্রবাসী বাংলাদেশি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ২০:২৯
সংযুক্ত আরব আমিরাত
লটারিতে ৪০ লাখ টাকার সোনার বার পেলেন প্রবাসী বাংলাদেশি
আমিরাতের আল আইনের এক প্রবাসী বাংলাদেশি লটারিতে ২৪ ক্যারেট সোনার বার জিতেছেন। তার নাম হায়দার আলী। ৩১ বছর বয়সী হায়দার পাঁচ বছর ধরে আল আইনে বাস করছেন। দুই বছর ধারাবাহিক চেষ্টার পর লটারিতে তার ভাগ্যের চাকা ঘুরে গেল। গালফ নিউজ এই খবর দিয়েছে। ২৫০ গ্রামের ২৪ ক্যারেট সোনার বারটির দাম ১ লাখ ২৫ হাজার দিরহাম, যা বাংলাদেশি টাকায় প্রায় ৪০ লাখ টাকা। হায়দার জানান, তিনি আল আইনে একটি ইলেকট্রিক শপে কাজ করেন। সেই উপার্জনে দেশে তার পরিবার চলে। লটারিতে সোনার বার পাওয়ার খবর তিনি প্রথমে বিশ্বাসই করতে পারেননি। হায়দার জানিয়েছেন, লটারিতে সোনার বার জেতা তার জন্য এক বড় বিস্ময়।
কুয়েত
মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কুয়েত সরকারের
মাদকের বিরুদ্ধে একপ্রকার যুদ্ধ শুরু করেছে কুয়েত সরকার। সম্প্রতি দেশটির সংসদে অনুমোদিত নতুন মাদকবিরোধী আইন অনুযায়ী, এখন থেকে আকস্মিকভাবে মাদক পরীক্ষা চালানো হবে সরকারি-বেসরকারি কর্মচারী, চালক, ক্রীড়াবিদ এমনকি বিয়ের আবেদনকারীদের ক্ষেত্রেও। গালফ নিউজ এ খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, নতুন এই আইন অনুযায়ী, যারা মাদক পাচার বা বিতরণের সঙ্গে জড়িত, তাদের জন্য মৃত্যুদণ্ড বা আজীবন কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষায় কারো শরীরে মাদক পাওয়া গেলে চার বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানার শাস্তি হতে পারে।
কুয়েত সরকার জানিয়েছে, এটি মাদকের বিরুদ্ধে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ, যার মাধ্যমে সমাজকে নেশামুক্ত ও নিরাপদ রাখাই মূল লক্ষ্য। নতুন এই আইনে ১৯৮৩ ও ১৯৮৭ সালের পুরনো দুটি মাদকবিরোধী আইন একত্রিত করে কঠোর শাস্তির কাঠামো গড়ে তোলা হয়েছে, যাতে মাদক অপরাধ দমন আরো কার্যকর হয়। তাই দেশটিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের মাদক সেবন ও এর লেনদেন থেকে বিরত থাকা উচিত বলে মনে করছেন বিশ্লেষকরা।
সৌদি আরব
ধর্মীয় অপতথ্য রোধে সৌদি গ্র্যান্ড মুফতির চেষ্টার প্রশংসা
ইসলাম ধর্ম বিষয়ে অপতথ্য রোধ ও ইসলামী জ্ঞান প্রচারে সৌদি গ্র্যান্ড মুফতির চেষ্টার প্রশংসা করেছেন দেশটির ইসলামী স্কলাররা। দেশটির ইসলামী স্কলাররা বলেছেন, ইসলামী জ্ঞান প্রচার, গবেষণা ও সঠিক ধর্মীয় ব্যাখ্যা প্রদানে তার প্রচেষ্টা বর্তমান প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করছে। সৌদি গেজেট এ খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, গ্র্যান্ড মুফতি শেখ ফাওজান বলেন, সৌদি আরব আল্লাহর পক্ষ থেকে একটি আশীর্বাদ, সেখানে দুটি পবিত্র মসজিদ ও মুসলিম উম্মাহর সেবা করতে পেরে তিনি সম্মানিত হয়েছেন। তিনি আরো উল্লেখ করেন, ইসলামী শিক্ষাকে আধুনিক প্রেক্ষাপটে সহজভাবে ব্যাখ্যা ও সমাজে প্রয়োগ করাই তার মূল লক্ষ্য।
উল্লেখ্য, সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শেখের মৃত্যুর পর ২২ অক্টোবর গ্র্যান্ড মুফতি হিসেবে শেখ সালেহ আল-ফাওজানকে নিয়োগ দেন সৌদি বাদশা।
logo-1-1740906910.png)