২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনে তোড়জোড় সৌদি আরবে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ০৯:০৬
					সৌদি আরবের ভিশন ২০৩০ ও ২০৩৪ সালের আসন্ন ফুটবল বিশ্বকাপ আয়োজনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে জেদ্দা শহরে বাড়ছে আবাসন, হোটেল এবং খুচরা ব্যবসায় বড় ধরনের বিনিয়োগের সুযোগ। আরব নিউজকে এ কথা জানিয়েছে আন্তর্জাতিক রিয়েল এস্টেট প্রতিষ্ঠান জেএলএল তাদের বার্ষিক গোলটেবিল বৈঠকে জানায়, ২০২৫ সালে জেদ্দায় ৩ লাখ ১০ হাজার বর্গমিটার নতুন খুচরা বাণিজ্যিক এলাকা চালু হবে এবং ২০৩০ সালের মধ্যে ৩০ হাজারের বেশি হোটেল রুম যুক্ত হবে।
জেএলএলের সৌদি শাখার প্রধান সৌদ আল-সুলাইমানি বলেন, “জেদ্দা সৌদি ভিশন ২০৩০-এর কেন্দ্রবিন্দু। এখানে বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হয়েছে”। তিনি আরো বলেন, প্রকল্পগুলোর লক্ষ্য ও জাতীয় অগ্রাধিকার একত্রিত করে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানো হচ্ছে।
জেদ্দায় নামী ব্র্যান্ডের আবাসন প্রকল্পে উল্লেখযোগ্য অগ্রগতি হচ্ছে। আগে এগুলো শুধু হোটেল খাতের সঙ্গে যুক্ত থাকলেও এখন জীবনধারা, গাড়ি ও ফ্যাশন ব্র্যান্ডের সঙ্গে যৌথভাবে নির্মিত হচ্ছে। ২০২৫ সালের মধ্যে এই খাতে ৪০০ ইউনিট থেকে বেড়ে ১,৪০০ ইউনিটে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
২০২৫ সালে ১০ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে নতুন এলাকা চালু হবে। এসব প্রকল্পের আওতায় বিনোদন, খাওয়া-দাওয়া, কেনাকাটা সব একত্রে পাওয়া যাবে। জেএলএলের পরামর্শক ফারিস মাকদাহ বলেন, “ভোক্তাদের চাহিদা অনুযায়ী খুচরা খাতের রূপান্তর ঘটছে। এতে বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগ তৈরি হচ্ছে।”
২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত হোটেল খাতে ৬ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি হয়েছে। জেএলএলের হোটেল বিভাগের প্রধান সারা গাসিম জানান, ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ সৌদি আরবে অনুষ্ঠিত হবে, যা হোটেল ও অবকাঠামো খাতে আরো উন্নয়ন ঘটাবে। তিনি বলেন, “কাতার বিশ্বকাপ থেকে শিক্ষা নিয়ে সৌদি আরব এখনই প্রস্তুতি নিচ্ছে”।
এসব উন্নয়ন প্রকল্প জেদ্দাকে সৌদি আরবের অন্যতম বিনিয়োগবান্ধব শহর হিসেবে গড়ে তুলছে, যা স্থানীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় হয়ে উঠছে।
logo-1-1740906910.png)