Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

জিসিসি সমন্বিত ভিসা: ওমানের আবাসন খাতে সংস্কার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ০৯:০৪

জিসিসি সমন্বিত ভিসা: ওমানের আবাসন খাতে সংস্কার

ওমানসহ উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সদস্য দেশগুলোতে পর্যটন সহজ করতে চালু হতে যাচ্ছে সমন্বিত জিসিসি ভিসা। ২০২৫ সালের শেষ নাগাদ এর পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

ওমান অবজারভার বলছে, এই ভিসা চালু হলে পর্যটকরা একবার ভিসা নিয়ে জিসিসি অঞ্চলের একাধিক দেশে ভ্রমণ করতে পারবেন। এতে আন্তঃজিসিসি পর্যটন বাড়বে এবং আন্তর্জাতিক পর্যটকদের আগ্রহও বৃদ্ধি পাবে। বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ ওমানের হোটেল খাতে অধিক রুম বুকিং, দীর্ঘমেয়াদি অবস্থান এবং পর্যটন ব্যয় বৃদ্ধি ঘটাবে।

ক্যাভেনডিশ ম্যাক্সওয়েলের গবেষণা ব্যবস্থাপক আলি সিদ্দিকি বলেন, “ওমান-আমিরাত হাফিত রেল চালু হলে সীমান্ত পারাপার সহজ হবে, যা পর্যটকদের জন্য ওমানকে আরো আকর্ষণীয় করে তুলবে।”

ওমান ২০৩০ সালের মধ্যে ৯ হাজার ৬০০ নতুন হোটেল রুম চালু করতে যাচ্ছে, যা বর্তমানে থাকা ৩৬ হাজার রুমের তুলনায় ২৫% বেশি। ২০৪০ সালের মধ্যে দেশটি প্রতি বছর ১ কোটি ১০ লাখ পর্যটক গ্রহণের লক্ষ্য নিয়েছে। ২০৩০ সালের মধ্যেই এই সংখ্যা ৬.৩ মিলিয়ন ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

নতুন রুমগুলোর বেশির ভাগই ৩ থেকে ৫ তারকা মানের হোটেল, যা সাধারণত বেশি বুকিং পায়। এছাড়া হোটেল অ্যাপার্টমেন্ট, মিড-মার্কেট অপশন এবং সেলফ-ক্যাটারিং সুবিধাসম্পন্ন রুমও থাকবে, যা দীর্ঘমেয়াদি পর্যটক, কর্পোরেট ভিজিটর ও পরিবারগুলোর জন্য উপযোগী।

হোটেল অ্যাপার্টমেন্টে পরিষ্কার-পরিচ্ছন্নতা, আধুনিক আসবাব, প্রশিক্ষিত কর্মী এবং সঠিক পরিচালনা ব্যবস্থা না থাকলে পর্যটকদের অভিজ্ঞতা খারাপ হতে পারে। তাই মান নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

Logo