Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২৯ অক্টোবর ২০২৫

বাহরাইনে অভিযান, ৭৩ প্রবাসী কর্মী বহিষ্কার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ১৯:২৪

বাহরাইনে অভিযান, ৭৩ প্রবাসী কর্মী বহিষ্কার

বাহরাইন

বাহরাইনে অভিযান, ৭৩ প্রবাসী কর্মী বহিষ্কার

বাহরাইনে অবৈধ ও আইন ভঙ্গকারী প্রবাসী শ্রমিকদের বিরুদ্ধে চালানো অভিযানে ১৫ জন অবৈধ শ্রমিককে গ্রেফতার করা হয়েছে। আর ৭৩ জন আইন ভঙ্গকারীকে দেশটিতে থেকে বহিষ্কার করা হয়েছে। দ্য ডেইলি ট্রিবিউন এই খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, দেশটির লেবার মার্কেট অথরিটিসহ বিভিন্ন সংস্থা ১৯ থেকে ২৫ অক্টোবর দেশটির ১৫৮২টি স্থানে অভিযান চালায়। তাতে নানা জায়গায় এমন আইন লঙ্ঘনের ঘটনা তারা দেখতে পায়। সবচেয়ে বেশি ১৬টি ইন্সপেকশন হয়েছে ক্যাপটেল গভর্নরেটে। ১ হাজার ৫৫৫টি ইন্সপেকশন হয়েছে দোকানপাটে। গ্রেফতারকৃত ১৫ জন অবৈধ শ্রমিক কোন দেশের নাগরিক, তা খবরে জানানো হয়নি। তেমনি কোন কোন দেশের প্রবাসী কর্মীদের বহিষ্কার করা হয়েছে, তা জানানো হয়নি। 


সৌদি আরব

এক মাসে ১ কোটি ১৭ লাখ মানুষ ওমরাহ পালন করেছেন

দিন দিন বাড়ছে সৌদিতে ওমরাহ পালনকারী হাজিদের সংখ্যা। সৌদি হজ মন্ত্রণালয় জানিয়েছে, গত এক মাসে ১ কোটি ১৭ লাখ হজযাত্রী ওমরাহ পালন করেছেন। এর মধ্যে ১ কোটি ৫ লাখ হাজি এসেছেন পৃথিবীর নানা প্রান্ত থেকে। সৌদি গেজেটের খবরে আরো বলা হয়েছে, প্রযুক্তিগত নানা সুযোগ-সুবিধা এবং একই সাথে মক্কা ও মদিনায় উন্নত সেবা ও সুযোগ-সুবিধা বাড়ার কারণে ওমরাহ হাজিদের সংখ্যা বাড়ছে। এতে হাজিরা মানসিক প্রশান্তি নিয়ে সহজে ধর্মীয় অনুষ্ঠানমালা পালন করতে পারছেন। হাজিদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা দেওয়ার যে প্রচেষ্টা সৌদি কর্তৃপক্ষ গ্রহণ করেছে, সামনের দিনগুলোতে তা আরো বাড়বে, যা হাজিদের আরো হজমুখী করবে বলে আশা সৌদি আরবের।


সংযুক্ত আরব আমিরাত

দুবাইয়ে কিউআর কোড ব্যবহারে সতর্কতা

দুবাইয়ে যে কারো মোবাইলের তথ্য চুরি করতে কিউআর কোড ব্যবহার করা হচ্ছে বলে সতর্ক করেছে দুবাই সাইবার সিকিউরিটি সেন্টার। 'কোইশিং' নামে নতুন এবং দ্রুত ছড়িয়ে পড়া সাইবার হুমকি সম্পর্কে প্রবাসী ও বাসিন্দাদের সতর্ক করেছে তারা। এটি একটি ফিশিং বা ব্যক্তিগত এবং আর্থিক তথ্য চুরি করার জন্য ভুয়া কিউআর কোড ব্যবহার করছে। এই জালিয়াতিগুলো সংযুক্ত আরব আমিরাতজুড়ে ভিড়ের জায়গাগুলোতে বেশি দেখা দিচ্ছে। পার্কিং পেমেন্ট, বিনামূল্যে ওয়াই-ফাই অ্যাক্সেস বা প্রচারমূলক অফারের জন্য সাধারণ কিউআর কোডের ছদ্মবেশে এগুলো রাখা হয়েছে। সাইবার অপরাধীরা বৈধ স্টিকারটির উপরে ভুয়া কিউআর কোড সংবলিত একটি স্টিকার লাগায়, যা প্রায়ই পার্কিং মিটার, ক্যাফের জানালা বা প্রচারমূলক পোস্টারে পাওয়া যায়। স্ক্যান করা হলে কোডটি ব্যবহারকারীর ফোনটিকে একটি প্রতারণামূলক ওয়েবসাইটে নিয়ে যায় এবং ক্লিক করতে উদ্বুদ্ধ করে। এরপর ভুক্তভোগীদের ব্যক্তিগত বিবরণ, লগইন নম্বর বা ব্যাংক কার্ড নম্বর প্রবেশ করানোর জন্য প্রতারিত করে, যা তাৎক্ষণিকভাবে চুরি হয়ে যায়। সাধারণ এই কিউআর কোডগুলো এমন জায়গায় লাগানো হয়, যেখানে মানুষের খুব তাড়া থাকে, যাতে তারা ভাবনার সুযোগ কম পায়। আর তাতেই জালিয়াতির মুখে পড়ে মানুষ। এ নিয়ে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকা উচিত। কেননা অনলাইন জালিয়াতদের টার্গেট প্রবাসীরা, যাদের প্রযুক্তি জ্ঞান কম থাকে।

Logo