Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদি আরবে শুরু বৃক্ষরোপণ অভিযান ২০২৫

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ০৯:৩৩

সৌদি আরবে শুরু বৃক্ষরোপণ অভিযান ২০২৫

সৌদি আরবে শুরু হয়েছে জাতীয় সবুজায়ন অভিযান ২০২৫, যার লক্ষ্য দেশজুড়ে গাছপালা বৃদ্ধি এবং মরুকরণ রোধ করা। এটি সৌদি গ্রিন ইনিশিয়েটিভ (SGI)-এর অংশ হিসেবে দ্বিতীয়বারের মতো আয়োজিত হচ্ছে।
জনপ্রিয় দৈনিক আরব নিউজ বলছে, এই অভিযানের মূল উদ্দেশ্য সৌদি পরিবেশের উপযোগী স্থানীয় গাছ লাগানো, পরিবেশগত সচেতনতা বৃদ্ধি এবং স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণ উৎসাহিত করা। একই সঙ্গে সরকারি, বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর মধ্যে অংশীদারিত্ব জোরদার করার মাধ্যমে পরিবেশগত স্থায়িত্ব অর্জনের জাতীয় প্রচেষ্টাকে একত্রিত করা।

সৌদি প্রেস এজেন্সির (SPA) তথ্য অনুযায়ী, এসজিআইর আওতায় ইতোমধ্যে ১৫ কোটি ১০ লাখের বেশি গাছ রোপণ করা হয়েছে এবং ৫ লাখ হেক্টরেরও বেশি জমি পুনর্বাসন করা হয়েছে।

২০২৪ সালে প্রথমবারের মতো চালু হওয়া এই অভিযান পরিবেশ রক্ষায় সৌদি সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। বিশেষজ্ঞরা বলছেন, মরুপ্রধান সৌদি আরবে স্থানীয় উদ্ভিদ রোপণের মাধ্যমে মাটি ক্ষয় রোধ, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং জীববৈচিত্র্য রক্ষা করা সম্ভব।

এই উদ্যোগের মাধ্যমে সৌদি আরব শুধু নিজ দেশের পরিবেশ নয়, বরং বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়। পরিবেশবান্ধব এই কর্মসূচিতে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমও পরিচালিত হচ্ছে।

পরিবেশবিদরা আশা করছেন, এই অভিযান সৌদি আরবের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও টেকসই পরিবেশ গড়ে তুলতে সহায়ক হবে।  

Logo