Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

ওমানে শ্রমিক নিয়োগে নতুন নিয়ম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ০৯:৩১

ওমানে শ্রমিক নিয়োগে নতুন নিয়ম

ওমানের শ্রম মন্ত্রণালয় কাজের অনুমতিপত্র ও কাজের অনুশীলন অনুমতিপত্র সংক্রান্ত নতুন নিয়ম জারি করেছে। ‘রেজুলেশন ৬০২/২০২৫’ অনুযায়ী, এখন থেকে নিয়োগকর্তাকে নির্দিষ্ট নিয়ম মেনে বিদেশি শ্রমিক নিয়োগ করতে হবে।

নতুন নিয়ম অনুযায়ী, কাজের অনুমতিপত্রের মেয়াদ হবে সর্বোচ্চ ২৪ মাস, যা পুনর্নবীকরণযোগ্য নয়। তবে কাজের অনুশীলন অনুমতিপত্র ২৪ মাস পর্যন্ত দেওয়া যাবে এবং তা পুনর্নবীকরণযোগ্য। অস্থায়ী কাজের জন্য চাইলে ২৪ মাসের কম সময়ের অনুমতিও নেওয়া যাবে।

পেশা পরিবর্তনের ক্ষেত্রে নিম্ন ক্যাটাগরি থেকে উচ্চ ক্যাটাগরিতে রূপান্তর সম্ভব, তবে মন্ত্রণালয়ের অনুমোদন এবং অতিরিক্ত ফি দিতে হবে।

ফি সংক্রান্ত নিয়ম: 

- ক্লাব, মসজিদ, গির্জা ও সামাজিক প্রতিষ্ঠানে নিয়োগের জন্য ফি: ১০১ ওমানি রিয়াল  

- ওমানাইজেশন নীতি মানলে ফি ৩০% কমবে, না মানলে দ্বিগুণ হবে  

- বিনিয়োগকারী পেশার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়  

- প্রথম শ্রেণির পেশার জন্য ফি: ৩০১ রিয়াল

- দ্বিতীয় শ্রেণি: ২৫১ রিয়েল, তৃতীয় শ্রেণি: ২০১ রিয়াল  

- গৃহকর্মী, নার্স, ড্রাইভার, কৃষিকর্মী ইত্যাদি পেশার জন্য ১০১-২৪১ রিয়াল পর্যন্ত ফি নির্ধারিত

জরিমানা ও ছাড়: 

- সময়মতো অনুমতিপত্র নবায়ন না করলে প্রতি মাসে ১০ রিয়াল জরিমানা, সর্বোচ্চ ৫০০ রিয়াল  

- শ্রমিকের অবস্থান সংশোধনে দেরি হলে ১৫-২০ রিয়াল জরিমানা  

- নির্দিষ্ট পরিস্থিতিতে (মৃত্যু, ভিসা পরিবর্তন, চিকিৎসা সমস্যা, পাসপোর্ট আটকে যাওয়া) জরিমানা মওকুফ হতে পারে  

- কিছু ক্ষেত্রে ১ রিয়াল ফি দিয়ে নতুন অনুমতিপত্র নেওয়া যাবে (যেমন: মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া, ৯০ দিনের মধ্যে মৃত্যু বা দেশে ফেরত পাঠানো)

গৃহকর্মী, প্রতিবন্ধী, বৃদ্ধ, অসুস্থ ব্যক্তি এবং পরিবারভিত্তিক সহায়তা পাওয়া ব্যক্তিদের জন্য একজন শ্রমিক নিয়োগে ফি ছাড় দেওয়া হবে। প্রয়োজনে দ্বিতীয় শ্রমিকের ক্ষেত্রেও ছাড়ের আবেদন করা যাবে।

Logo