কুয়েতে ট্রাফিক আইন ভঙ্গের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কঠোর নজরদারি, আধুনিক ক্যামেরা প্রযুক্তি এবং সচেতনতামূলক প্রচারণার ফলে মাত্র পাঁচ দিনের ব্যবধানে ট্রাফিক অপরাধ ৫৫ শতাংশ কমেছে। এ সংবাদ প্রকাশ করেছে আরব টাইমস।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০ থেকে ২৫ অক্টোবরের মধ্যে ওভারটেকিং, রাস্তা আটকে রাখা এবং নিষিদ্ধ স্থানে পার্কিংয়ের মতো গুরুতর অপরাধের সংখ্যা অর্ধেকে নেমে এসেছে। ২০ অক্টোবর যেখানে ৮২৩টি অপরাধ ধরা পড়ে, সেখানে ২৫ অক্টোবর তা কমে দাঁড়ায় ৩৬৫টিতে।
নতুন প্রজন্মের স্মার্ট ক্যামেরা দিয়ে হাইওয়ে ও মোড়ে নজরদারি বাড়ানো হয়েছে। এসব অপরাধে এখন ৬০ দিন পর্যন্ত গাড়ি জব্দ করার বিধান রয়েছে। আইন ভঙ্গকারীরা জরিমানা পরিশোধ না করে গাড়ি ছাড়াতে পারবেন না।
ট্রাফিক পুলিশ হাসপাতাল এলাকাতেও অভিযান চালিয়েছে। একদিনেই ২২২টি ট্রাফিক অপরাধ ধরা পড়ে। এর মধ্যে জাবের হাসপাতাল থেকে দুটি গাড়ি জব্দ করা হয়। আল-আদান হাসপাতাল সর্বোচ্চ ৮০টি অপরাধে শীর্ষে, এরপর আল-জাহরা ৬৬টি, আল-ফারওয়ানিয়া ২২টি, আল-আমিরি ও আল-সাবাহ ১৭টি করে এবং জাবের হাসপাতাল ৯টি অপরাধে তালিকায় রয়েছে।
দুটি গাড়িকে হাসপাতাল এলাকায় প্রবেশে বাধা দেওয়া হয়, কারণ তারা অ্যাম্বুলেন্স চলাচলে বাধা সৃষ্টি করছিল।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে কঠোর আইন প্রয়োগ, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং নিয়মিত সচেতনতামূলক প্রচারণা চালিয়ে যাবে। এর মাধ্যমে কুয়েতে নিরাপদ সড়ক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।
একজন নিরাপত্তা কর্মকর্তা বলেন, “আইন প্রয়োগে কঠোরতা এবং নাগরিকদের সচেতনতা এই দুইয়ের সমন্বয়েই এই সাফল্য এসেছে”।
logo-1-1740906910.png)