মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২৮ অক্টোবর ২০২৫
বাহরাইনে অনলাইন কেনাকাটায় সতর্কতা জারি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ১৮:২২
বাহরাইন
বাহরাইনে অনলাইন কেনাকাটায় সতর্কতা জারি
বাহরাইনের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের ভোক্তা সুরক্ষা অধিদপ্তর অনলাইনে পণ্য কেনাকাটা নিয়ে সতর্ক করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া লিংক ও ওয়েবসাইট দিয়ে মানুষকে ঠকানো হচ্ছে বলে সংস্থাটি অভিযোগ পেয়েছে। ভুয়া এই লিংকগুলোতে কাস্টমাররা ক্লিক করলে প্রতারণার শিকার হতে পারেন। গালফ ডেইলি নিউজ এই খবর দিয়েছে।
সংস্থাটি নাগরিক, বাসিন্দা ও প্রবাসীদের এই ধরনের লিংক ও ওয়েবসাইট থেকে কোনো ব্যক্তিগত তথ্য বা অর্থ প্রদান করার আগে দুইবার ভাবতে বলেছে। বিশ্বব্যাপী অনলাইনে প্রতারণা, জালিয়াতির সংখ্যা দিন দিন বাড়ছে। অনেক সময় জালিয়াতরা টার্গেট করে বৃদ্ধ ও প্রবাসীদের, যারা তথ্যপ্রযুক্তি ব্যবহারে দুর্বল। অধিদপ্তর আরো বলেছে, তাদের অফিসিয়াল কোনো লিংক নয়- এমন ওয়েবসাইট বা লিংকে ক্লিক না করাই ভালো। সংস্থাটির পরামর্শ কেনাকাটার প্রয়োজনে অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করতে হবে। সন্দেহ হলেই অর্থ লেনদেন বন্ধ করে দিতে হবে।
সংযুক্ত আরব আমিরাত
দুবাইয়ে স্বর্ণের দাম আরো কমেছে
আমিরাতে স্বর্ণের দাম স্মরণকালের সর্বোচ্চ শিখরে ওঠার পর এখন তা প্রতিদিনই কমছে। মঙ্গলবার দুবাইয়ে ২৪ ক্যারেট স্বর্ণ কেনাবেচা হয়েছে প্রতিগ্রাম ৪৭৯ দিরহামে। এছাড়া ২২ ক্যারেট, ২১ ক্যারেট, ১৮ ক্যারেট স্বর্ণের দামও নামছে। স্বর্ণের এই দরপতন শুরু হয়েছে ২০ অক্টোবর সর্বোচ্চ দাম ওঠার পর থেকে। তারপর থেকে দাম প্রায় ৭ শতাংশের নিচে নেমে গেছে। স্বর্ণের দাম এমনভাবে পড়ে যাওয়ার প্রবণতা বিগত কয়েক দশকে ঘটেনি বলেও দাবি ব্যবসায়ীদের। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ সময় ধরে দাম ওঠানামা থাকায় এবং প্রযুক্তিগতভাবে বাজার অতিরিক্ত উত্তপ্ত হয়ে পড়ার পর এখন “প্রফিট বুকিং” শুরু হয়েছে। স্বর্ণের এই দরপতন কেবল মধ্যপ্রাচ্যের বাজারেই নয়, আন্তর্জাতিক বাজারের দামেও পড়েছে এবং বিশ্বব্যাপী একই প্রবণতা দেখা যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, চীন-আমেরিকার মধ্যে থেমে থাকা বাণিজ্য আলোচনা গতি পাওয়ার কারণে স্বর্ণের দাম পড়তে শুরু করেছে।
কুয়েত
কুয়েত থেকে বেশি রেমিট্যান্স পাঠাচ্ছেন প্রবাসীরা
কুয়েতে থাকা বিভিন্ন দেশের প্রবাসী কর্মীরা আরো বেশি রেমিট্যান্স পাঠাচ্ছেন নিজ দেশে। ২০২৫ এর প্রথম ৬ মাসে পাঠানো অর্থের পরিমাণ ২.৫৪ বিলিয়ন কুয়েতি দিনার। ২০২৪ এর তুলনায় এই সংখ্যা ৪৮৭ মিলিয়ন দিনার বেশি। ফলে রেমিট্যান্স পাঠানো বৃদ্ধি পেয়েছে ২৩.৭ শতাংশ, যা কুয়েতের অর্থনীতির ইতিবাচক অবস্থার কথা তুলে ধরছে। আরব টাইমস এই খবর দিয়েছে। তেলের বাজার সুদৃঢ় থাকা, সরকারি ও বেসরকারি খাতে বিনিয়োগ বাড়া, অবকাঠামো ও এনার্জি প্রকল্পে গতি আসায়, দক্ষ ও অদক্ষ বিদেশি কর্মী শ্রমিকদের চাহিদা বাড়াচ্ছে। কাজের নতুন নতুন সুযোগ তৈরি হচ্ছে। আর কুয়েতি দিনার বিদেশি মুদ্রার তুলনায় স্থিতিশীল থাকায় প্রবাসীরা বড় পরিমাণে রেমিট্যান্স পাঠাতে সক্ষম হচ্ছেন। কুয়েতে কাজ করছেন সাড়ে তিন লক্ষ প্রবাসী বাংলাদেশি, যারা ২০২৫ সালের প্রথম ছয় মাসে ৩৭০ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা গত বছরের তুলনায় প্রায় ২০% বেশি। বাংলাদেশি কর্মীরা কুয়েতে নির্মাণ ও অবকাঠামো খাতে, পরিচ্ছন্নতা, ড্রাইভিং ও টেকনিক্যাল সাপোর্ট হাসপাতাল, মার্কেট ও সরকারি সেবায় কাজ করছেন।
সৌদি আরব
সৌদি নাগরিকদের জন্য হিসাবরক্ষকের নানা পদ সৃষ্টি
সৌদি সরকার নিজ দেশের নাগরিকদের মধ্য থেকেই বেসরকারি কোম্পানিতে ৪০% হিসাবরক্ষক পদের কর্মকর্তা রাখার ঘোষণা দিয়েছে। গত ২৭ অক্টোবর থেকে তা কার্যকর হয়েছে। এসব নিয়োগ হবে মূলত প্রাইভেট খাতে। আর সেসব কোম্পানির ক্ষেত্রে তা প্রয়োগ হবে, যারা পাঁচ বা তারও বেশি হিসাব রক্ষক নিয়োগ দিয়েছে। সৌদি গেজেট এই খবর দিয়েছে। এই পদটিতে ৪৪ ধরনের হিসাবরক্ষক পদ সৃষ্টি করা হয়েছে। সৌদি আরব নিজ দেশের নাগরিকদের জন্য কাজের নানান পদসৃষ্টি করছে, যাতে কর্মক্ষেত্রে আরো বেশি সৌদিদের নিয়োগ দেওয়া যায়। এসব পদক্ষেপের ফলে বিদেশিদের কাজের ক্ষেত্র খানিকটা হলেও সীমাবদ্ধ হবে। বেসরকারি খাতে সৌদিতে হিসাবরক্ষক পদে কাজ করেন মূলত বাংলাদেশ, ভারত, পাকিস্তানের প্রবাসীরা। হিসাবরক্ষক পদটি প্রবাসীদের কাছে জনপ্রিয় একটি পেশা। ভবিষ্যতে সৌদিতে এই পদে কাজ পাওয়া প্রবাসীদের জন্য চ্যালেঞ্জিং হতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
logo-1-1740906910.png)