কুয়েতের পৌর কাউন্সিল দেশজুড়ে হোটেল ভবন নির্মাণের জন্য নতুন নিয়ম ও শর্তাবলি অনুমোদন করেছে। ২৭ অক্টোবর অনুষ্ঠিত সভায় কাউন্সিলের চেয়ারম্যান আবদুল্লাহ আল-মাহরির সভাপতিত্বে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আরব টাইমস জানিয়েছে, নতুন নিয়ম অনুযায়ী, কুয়েত সিটির ভেতরে হোটেল নির্মাণের জন্য বাণিজ্যিক প্লটের ন্যূনতম আকার হতে হবে ৫০০ বর্গমিটার এবং বিনিয়োগ প্লটের জন্য ৭৫০ বর্গমিটার। কুয়েত সিটির বাইরে এই সীমা আরো বড়- বাণিজ্যিক প্লটের জন্য ৭৫০ বর্গমিটার এবং বিনিয়োগ প্লটের জন্য কমপক্ষে ১ হাজার বর্গমিটার নির্ধারণ করা হয়েছে।
এছাড়া হোটেল কর্তৃপক্ষ চাইলে তাদের নির্ধারিত জনসেবামূলক স্থানের ২৫ শতাংশ পর্যন্ত অংশ হোটেল ইউনিট বা স্বাস্থ্যসেবা সুবিধায় রূপান্তরের জন্য কুয়েত পৌরসভায় আবেদন করতে পারবে।
সভায় আরো কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সুবহান এলাকায় কোরআন ও সুন্নাহ গবেষণা কেন্দ্রের জন্য নির্ধারিত একটি জমি বাতিল করে সেটি কুয়েতের ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে বরাদ্দ দেওয়ার প্রস্তাব।
এছাড়া, কুয়েত ন্যাশনাল পেট্রোলিয়াম কোম্পানির (KNPC) পুরনো দুটি ফুয়েল স্টেশনের জন্য বিকল্প জমি বরাদ্দের প্রস্তাবও অনুমোদন পেয়েছে। এর মধ্যে একটি স্টেশন আল ওয়াফরা কৃষি পার্কের উত্তরে এবং অন্যটি আবদুল্লাহ পোর্ট-আল ওয়াফরা রোডে অবস্থিত।
এই নতুন নিয়মের ফলে কুয়েতে হোটেল নির্মাণে আরো স্বচ্ছতা ও পরিকল্পিত নগরায়ন নিশ্চিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
logo-1-1740906910.png)