Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদি আরব থেকে ১৪ হাজারের বেশি অবৈধ অভিবাসী ফেরত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ০৮:৪৭

সৌদি আরব থেকে ১৪ হাজারের বেশি অবৈধ অভিবাসী ফেরত

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত এক সপ্তাহে দেশজুড়ে অভিযান চালিয়ে ১৪ হাজার ৩৯ জন অবৈধ বাসিন্দাকে আটক করে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এই অভিযান পরিচালিত হয়েছে ১৯ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সময়কালে। সৌদি গেজেট এ সংবাদ প্রকাশ করেছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই সময়ের মধ্যে মোট ২০ হাজার ৫৭০টি আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৯৭ জন অবৈধভাবে বসবাস করছিলেন, ৪ হাজার ৩৮৪ জন শ্রম আইন লঙ্ঘন করেছেন এবং ৩ হাজার ৮৯ জন সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গ করেছেন।

অভিযানে অংশ নিয়েছে বিভিন্ন সরকারি সংস্থা, যার মধ্যে রয়েছে পুলিশ, শ্রম মন্ত্রণালয় এবং সীমান্ত নিরাপত্তা বাহিনী। আটক ব্যক্তিদের মধ্যে ১ হাজার ৭৪ জনকে সীমান্ত অতিক্রমের সময় আটক করা হয়, যাদের অধিকাংশই ইয়েমেন ও ইথিওপিয়ার নাগরিক। এছাড়া ৩৩ জনকে সীমান্তে অবৈধভাবে প্রবেশে সহায়তা করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

বর্তমানে ৪১ হাজার ৮৭৭ জন অবৈধ বাসিন্দা বিভিন্ন কেন্দ্রে আটক রয়েছেন। তাদের মধ্যে ৩৯ হাজার ৭৪৭ জন পুরুষ এবং ২ হাজার ১৩০ জন নারী। এদের মধ্যে ৩৩ হাজার ৮৩৮ জনকে নিজ দেশে ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধভাবে বসবাস, কাজ বা সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। এ ধরনের অপরাধে সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড, ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা এবং দেশে ফেরত পাঠানোর বিধান রয়েছে।

এছাড়া যারা অবৈধ অভিবাসীদের আশ্রয় দেন, যানবাহন বা কাজের সুযোগ দেন, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অপরাধে সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ১০ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে।

সৌদি সরকার অভিবাসন ব্যবস্থাকে নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে এবং নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে, কেউ অবৈধ অভিবাসী সম্পর্কে তথ্য জানলে তা নিকটস্থ নিরাপত্তা কর্তৃপক্ষকে জানাতে।  

Logo