ওমানে সড়ক দুর্ঘটনার ভিডিও করায় প্রবাসী গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ০৮:৪৬
ওমানের আল-উস্তা প্রদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের ভিডিও ধারণ করায় এক এশিয়ান প্রবাসীকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ (ROP)। ঘটনাটি ঘটেছে দুকুম এলাকায়, যেখানে দুটি গাড়ির সংঘর্ষে কয়েকজন প্রাণ হারান।
ওমান পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার পর ওই ব্যক্তি নিহতদের দেহের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। ওমান অবজারভার বলছে, আইন অনুযায়ী কারো অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিও ধারণ ও প্রকাশ করা কঠোরভাবে নিষিদ্ধ। এ ধরনের কাজের জন্য জরিমানা, কারাদণ্ডসহ অন্যান্য শাস্তির বিধান রয়েছে।
ওমান পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, “সড়ক দুর্ঘটনার ছবি বা ভিডিও ধারণ এবং তা প্রকাশ করা আইন লঙ্ঘন। এটি শুধু ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ করে না, বরং মৃত ব্যক্তিদের প্রতি অসম্মান প্রদর্শন করে।”
ওমানের আইন অনুযায়ী, দুর্ঘটনার সময় ছবি বা ভিডিও ধারণ করলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানাতে হয় এবং কোনোভাবেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা যাবে না। এই নিয়ম ভঙ্গ করলে অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনা হয়।
রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে এবং তাকে আদালতে তোলা হবে। পুলিশ জনগণকে সতর্ক করেছে, যেন কেউ দুর্ঘটনার ছবি বা ভিডিও ধারণ না করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে না দেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনার ছবি বা ভিডিও ছড়িয়ে পড়লে নিহতের পরিবার ও স্বজনের জন্য তা মানসিকভাবে অত্যন্ত কষ্টদায়ক হতে পারে। তাই পুলিশ জনগণকে আহ্বান জানিয়েছে, এ ধরনের কাজ থেকে বিরত থাকতে এবং আইন মেনে চলতে।
logo-1-1740906910.png)