মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২৭ অক্টোবর ২০২৫
আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ১৬:৪৮
সংযুক্ত আরব আমিরাত
আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে মাছ ধরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই বাংলাদেশি। নিহতরা হলেন- নোয়াখালীর সেনবাগ উপজেলার আমির হোসেন রুবেল ও সিলেটের বিছানাকান্দির নাসির উদ্দিন।
এ ঘটনায় চট্টগ্রামের মিরসরাই উপজেলার মোহাম্মদ মোক্তার আলী গুরুতর আহত হয়ে বর্তমানে আবুধাবির মাফরাক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শুক্রবার ভোরে খলিফা বিন জায়েদ রোডের ১১ নম্বর এক্সিটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ভোরে মাছ ধরতে যাওয়ার পথে তাদের গাড়িতে ত্রুটি দেখা দেয়। রাস্তার পাশে থামিয়ে সাহায্যের জন্য রুবেলকে ডাকা হয়। রুবেল ঘটনাস্থলে পৌঁছে গাড়ি মেরামতের সময় হঠাৎ পেছন থেকে একটি ছয় চাকার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের গাড়ি দুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনটি গাড়িতেই আগুন ধরে যায়। ঘটনাস্থলেই দগ্ধ হয়ে মারা যান রুবেল এবং মাথায় গুরুতর আঘাত পেয়ে প্রাণ হারান নাসির।
মৃত দুই প্রবাসী আবুধাবিতে আবাসন ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। তাদের মরদেহ বর্তমানে বানিয়াস সেন্ট্রাল মর্গে রাখা হয়েছে। এই আকস্মিক মৃত্যুর খবরে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
বাহরাইন
বাহরাইনে দামি ঘড়ি চোরাচালান, দুই এশিয়ান নাগরিকের বিচার শুরু
বাহরাইনে দামি ও বিলাসবহুল ঘড়ির চোরাচালান ও ভ্যাট রিফান্ড জালিয়াতির অভিযোগে দুই এশিয়ান নাগরিকের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। দেশটির কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্তরা মূল্যবান লাক্সারি ঘড়ি এবং অন্যান্য পণ্য ব্যবহার করে প্রায় সাড়ে ৩ লাখ ৯৭ হাজার বাহরাইনি দিনারের বেশি ভ্যাট রিফান্ডে জালিয়াতি করার চেষ্টা করেছিল। দ্য ডেইলি ট্রিবিউন এ খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, তদন্তে দেখা গেছে, তারা পণ্যের কিছু অংশ লুকিয়ে আনা এবং কাস্টমস ফর্মে ভুয়া তথ্য প্রদানের মাধ্যমে এই জালিয়াতির চেষ্টা করেছিল।
বাহরাইনের আদালতে তাদের বিচার কার্যক্রম শুরু হয়েছে এবং আদালত মামলার সব প্রমাণাদি ও সাক্ষ্য পর্যবেক্ষণ করছে। কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, এই ধরনের কেলেঙ্কারির ঘটনা রোধ করতে তারা নিয়মিত এবং কড়াকড়ি নজরদারি চালাচ্ছেন। তবে এশিয়ান নাগরিক হলেও তাদের নাম ও দেশের নাম সুনির্দিষ্ট করে কিছু বলা হয়নি।
কুয়েত
কুয়েতে ট্রাফিক আইন লঙ্ঘন অর্ধেক কমেছে
কুয়েতের সড়ক নিরাপত্তায় কঠোর নিয়মের ফলাফল হিসেবে ট্রাফিক আইন লঙ্ঘনের পরিমাণ কমে গেছে অর্ধেক। দেশটিতে কঠোর ট্রাফিক আইন প্রয়োগ এবং আধুনিক নজরদারি ব্যবস্থার কারণে ট্রাফিক আইন ভঙ্গের ঘটনায় মাত্র পাঁচ দিনেই এই উন্নতি দেখা গেছে। আরব টাইমস এ খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, ২০ থেকে ২৫ অক্টোবরের মধ্যে ট্রাফিক নিয়ম ভঙ্গের ঘটনা ৮২৩টি থেকে কমে ৩৬৫টিতে দাঁড়িয়েছে। বিশেষ করে হাসপাতাল এলাকায় অভিযান চলাকালে একদিনে ২২২টি লঙ্ঘন ধরা পড়েছে, যার মধ্যে দুটি গাড়ি জব্দ করা হয়।
মন্ত্রণালয় জানিয়েছে, গাড়ি জব্দের পর মালিকরা জরিমানা পরিশোধের আগে তাদের গাড়ি পাবেন না। এই কার্যক্রম শুধু আইন প্রয়োগের ফল নয়, জনগণ, বাসিন্দা ও প্রবাসীদের সচেতনতা বৃদ্ধিতেও সহায়ক হয়েছে এবং কুয়েতের সড়ক নিরাপত্তাকে করেছে আরো শক্তিশালী ।
logo-1-1740906910.png)