বাহরাইনে মালিকের মোবাইল ব্যবহার করে অর্থ চুরি, গৃহকর্মীর সাজা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ০৯:৪২
বাহরাইনের রাজধানী মানামায় এক গৃহকর্মী তার মালিকের মোবাইল অ্যাপ ব্যবহার করে অর্থ চুরির অভিযোগে এক বছরের কারাদণ্ড, ১ হাজার দিনার জরিমানা এবং দেশ থেকে বহিষ্কারের সাজা পেয়েছেন। অভিযুক্ত নারী আফ্রিকান নাগরিক এবং ষাটোর্ধ্ব এক নারীর বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন। নিউজ অব বাহরাইন এই সংবাদ প্রকাশ করেছে।
ঘটনার সময় মালিক হাসপাতালে ভর্তি ছিলেন। সেই সুযোগে গৃহকর্মী তার মালিকের মোবাইল ফিন্যান্স অ্যাপ এবং ব্যাংক কার্ডের পিন নম্বর ব্যবহার করে একাধিকবার টাকা ট্রান্সফার করেন। প্রথমে মালিকের ফোনে ১৮০ দিনার একটি লেনদেনের নোটিফিকেশন দেখে সন্দেহ হয় এবং তিনি তার বোনকে অ্যাকাউন্ট পরীক্ষা করতে বলেন। পরে তদন্তে জানা যায়, মোট চারটি লেনদেনে ৭৭৮ দিনার চুরি হয়েছে।
টাকা যিনি গ্রহণ করেছিলেন, তিনিও একজন আফ্রিকান নাগরিক। তিনি তদন্তে স্বীকার করেন যে, টাকা গ্রহণ করেছেন এবং তা ফেরতও দিয়েছেন। তার দাবি, তিনি এই অর্থ গৃহকর্মীর আত্মীয়দের কাছে পৌঁছে দেওয়ার জন্য নিয়েছিলেন। গৃহকর্মী আদালতে স্বীকার করেন, তিনি এই অর্থ নিজের রেসিডেন্স পারমিট নবায়নের জন্য পাঠিয়েছিলেন।
বাহরাইনের পাবলিক প্রসিকিউশন জানায়, অভিযুক্ত ব্যক্তি মালিকের অ্যাকাউন্টে অবৈধভাবে প্রবেশ করেছেন এবং ইলেকট্রনিক স্বাক্ষর ও ব্যাংক কার্ডের পিন ব্যবহার করে অপর এক ব্যক্তির সহায়তায় অর্থ স্থানান্তর করেছেন, যদিও সেই ব্যক্তি অপরাধ সম্পর্কে অবগত ছিলেন না।
এই ঘটনায় বাহরাইনের আদালত কঠোর অবস্থান নিয়েছে এবং গৃহকর্মীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছে।
logo-1-1740906910.png)