সৌদি আরব ২০২৬ সালের হজ উপলক্ষে স্বাস্থ্যসংক্রান্ত নতুন নিয়ম জারি করেছে। এই নিয়ম অনুযায়ী, যেসব ব্যক্তি গুরুতর বা নিয়ন্ত্রণহীন রোগে আক্রান্ত, তারা হজের ভিসার জন্য আবেদন করতে পারবেন না। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হজ পালনকারীদের অবশ্যই “সংক্রামক, গুরুতর বা নিয়ন্ত্রণহীন দীর্ঘমেয়াদি রোগমুক্ত” হতে হবে এবং শারীরিকভাবে নিজে নিজে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার সক্ষমতা থাকতে হবে।
ভারতীয় গণমাধ্যম দ্য উইকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নিয়মে যেসব রোগে আক্রান্ত ব্যক্তিরা হজ করতে পারবেন না, তার মধ্যে রয়েছে:
- দীর্ঘমেয়াদি কিডনি রোগ
- হৃদযন্ত্রের ব্যর্থতা বা গুরুতর হৃদরোগ
- দীর্ঘমেয়াদি ফুসফুসের রোগ
- দীর্ঘমেয়াদি লিভারের রোগ
- স্নায়বিক বা মানসিক রোগ
এই রোগগুলোতে আক্রান্ত ব্যক্তিরা হজের ভিসার জন্য আবেদন করলে তা বাতিল করা হবে। সৌদি কর্তৃপক্ষ বলছে, হজের সময় লাখো মানুষের সমাগম হয়, তাই সংক্রমণ ও স্বাস্থ্যঝুঁকি কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের এখন থেকে মেডিকেল রিপোর্ট জমা দিতে হবে, যাতে প্রমাণ হয় তারা শারীরিকভাবে সক্ষম এবং কোনো গুরুতর রোগে আক্রান্ত নন। এই নিয়মের ফলে হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে এবং চিকিৎসা সংকট কমবে।
যারা বয়সে প্রবীণ বা চলাফেরায় অক্ষম, তাদের ক্ষেত্রেও ভিসা পাওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকবে। সৌদি সরকার চাইছে, হজযাত্রীরা যেন নিজেরা সব আনুষ্ঠানিকতা পালন করতে পারেন, অন্যের ওপর নির্ভর না করেন।
এই সিদ্ধান্তকে কেন্দ্র করে অনেক দেশেই হজ প্রস্তুতির নিয়মে পরিবর্তন আসতে পারে। হজে যেতে আগ্রহীদের এখন থেকেই স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় রিপোর্ট প্রস্তুত রাখা উচিত।
logo-1-1740906910.png)