Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদি আরবে ঘরে বসেই জমজম পানি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১৮:২৫

সৌদি আরবে ঘরে বসেই জমজম পানি

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবার ঘরে বসেই জমজম পানি পাওয়ার সুবিধা চালু করেছে। ‘নুসুক’ নামক অ্যাপের মাধ্যমে দেশটির নাগরিক ও বাসিন্দারা সরাসরি ৩৩০ মিলিলিটার বোতল আকারে জমজম পানি অর্ডার করতে পারবেন এবং তা বাড়িতে পৌঁছে যাবে। 

টাইমস অব ইন্ডিয়া তাদের প্রতিবেদনে আরো জানায়, এই নতুন সেবাটি সৌদি আরবজুড়ে চালু হয়েছে, অর্থাৎ দেশটির যে কোনো শহর বা অঞ্চলে বসেই জমজম পানির অর্ডার দেওয়া যাবে। অর্ডারের পরিমাণ বা সংখ্যায় কোনো সীমাবদ্ধতা নেই, ইচ্ছামতো বারবার অর্ডার করা যাবে।

আগে জমজম পানি সংগ্রহ করতে হলে নির্দিষ্ট বিতরণ কেন্দ্র বা মসজিদে যেতে হতো। এখন এই ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে সেই ঝামেলা দূর হয়েছে। বিশেষ করে যারা শারীরিকভাবে বাইরে যেতে পারেন না, তাদের জন্য এটি একটি বড় সুবিধা।

সাধারণত জমজম পানি বড় বোতলে সরবরাহ করা হতো, কিন্তু এবার ছোট ৩৩০ মিলি বোতলে সরবরাহ করা হচ্ছে, যাতে সহজে বহন করা যায় এবং দৈনন্দিন ব্যবহারে সুবিধা হয়। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এই পরিবর্তন portability এবং ব্যবহারের সহজতা নিশ্চিত করতে নেওয়া হয়েছে।

জমজম পানি ইসলামের অন্যতম পবিত্র পানি, যা মক্কার মসজিদুল হারামের ভেতরে অবস্থিত জমজম কূপ থেকে সংগ্রহ করা হয়। মুসলিমদের কাছে এর ধর্মীয় গুরুত্ব অত্যন্ত গভীর।

নুসুক অ্যাপটি মূলত ওমরাহ ভিসা, আবাসন বুকিং, ধর্মীয় নির্দেশনা ও রুটিন পরিকল্পনার জন্য ব্যবহৃত হতো। এখন জমজম পানির হোম ডেলিভারি যুক্ত হওয়ায় এটি আরো বিস্তৃত ধর্মীয় প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।

এই উদ্যোগের উদ্বোধন করেন সৌদি হজ ও ওমরাহমন্ত্রী ড. তৌফিক আল-রাবিয়াহ। তিনি বলেন, “ধর্মীয় সেবায় প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে আমরা মানুষের জন্য আরো সহজ ও আধুনিক অভিজ্ঞতা নিশ্চিত করতে চাই।”

Logo