Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদি আরবে ফুটপাতে বসানো যাবে দোকান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১৮:২৪

সৌদি আরবে ফুটপাতে বসানো যাবে দোকান

সৌদি আরবের পৌর মন্ত্রণালয় ফুটপাতকে বাণিজ্যিক কাজে ব্যবহারের নিয়মাবলি হালনাগাদ করেছে। নতুন নিয়ম অনুযায়ী, দোকানপাট, ক্যাফে ও রেস্টুরেন্টগুলো ফুটপাত ব্যবহার করতে পারবে নির্দিষ্ট শর্ত মেনে, যাতে পথচারীদের চলাচলে কোনো বাধা না আসে এবং শহরের সৌন্দর্য বজায় থাকে।

সৌদি আরবের জনপ্রিয় পত্রিকা সৌদি গেজেট জানিয়েছে, এই নিয়মের আওতায় ব্যবসায়ীরা ফুটপাতে চেয়ার, টেবিল, সাজসজ্জা বা প্রদর্শনী সামগ্রী রাখতে পারবেন, তবে অবশ্যই অনুমোদন নিতে হবে। অনুমোদন ছাড়া ফুটপাত দখল করলে জরিমানা গুনতে হবে এবং মালামাল সরিয়ে নিতে হবে।

নতুন নির্দেশনায় যা বলা হয়েছে:

- ফুটপাতের ব্যবহারে পথচারীদের চলাচল বাধাগ্রস্ত করা যাবে না  

- নির্ধারিত সীমার বাইরে কোনো সামগ্রী রাখা যাবে না  

- ব্যবসার সময় ও ব্যবহারের ধরন অনুযায়ী অনুমোদন নিতে হবে  

- সৌন্দর্য ও পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে  

পৌর মন্ত্রণালয় জানিয়েছে, এই নিয়মের উদ্দেশ্য হলো শহরের পরিবেশ উন্নত রাখা, পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ব্যবসায়ীদের জন্য একটি সুশৃঙ্খল কাঠামো তৈরি করা।

এছাড়া ব্যবসায়ীরা চাইলে অনলাইনে আবেদন করে অনুমোদন নিতে পারবেন। স্থানীয় পৌর কর্তৃপক্ষ আবেদন যাচাই করে অনুমোদন দেবে এবং নিয়ম ভঙ্গ হলে তা বাতিল করতে পারবে।

নতুন নিয়মের ফলে শহরের ফুটপাতগুলো আরো সুশৃঙ্খল ও নিরাপদ হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে ব্যবসায়ীরা নির্দিষ্ট নিয়ম মেনে ফুটপাত ব্যবহার করতে পারায় শহরের সৌন্দর্য ও নাগরিক সুবিধা বজায় থাকবে।

এই উদ্যোগ সৌদি আরবের নগর ব্যবস্থাপনায় আধুনিকতা ও শৃঙ্খলা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

Logo