মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২৪ অক্টোবর ২০২৫
আমিরাতে সাময়িকভাবে বন্ধ ট্যাপট্যাপ সেন্ড
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১৬:৩৫
সংযুক্ত আরব আমিরাত
আমিরাতে সাময়িকভাবে বন্ধ ট্যাপট্যাপ সেন্ড
আরব আমিরাতে প্রবাসীদের টাকা পাঠানোর জনপ্রিয় অ্যাপ ট্যাপট্যাপ সেন্ড সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। সূত্র: খালিজ টাইমস।
খবরে বলা হয়েছে, অ্যাপটির পক্ষ থেকে জানানো হয়েছে, সিস্টেম আপগ্রেড এবং নিরাপত্তা উন্নয়নের কারণে সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই কারণে প্রবাসীরা তাদের নিয়মিত টাকা নিজ দেশে পাঠাতে সমস্যায় পড়েছেন। এতে তারা বিস্মিতও হয়েছেন।
প্রবাসীরা জানান, বিশেষ করে মাসের শেষ সপ্তাহে বেতন পাঠানোর সময় এই সেবা বন্ধ থাকায় তারা অতিরিক্ত ফি খরচ করতে বাধ্য হচ্ছেন।
ট্যাপট্যাপ সেন্ডের মাধ্যমে বর্তমানে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া এবং ইউরোপের কিছু দেশে দ্রুত ও সাশ্রয়ী রেমিট্যান্স পাঠানো সম্ভব। ২০১৮ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান ২০২৩ সালে সংযুক্ত আরব আমিরাতে চালু হয়।
ট্যাপট্যাপ সেন্ড কর্তৃপক্ষ এখনো সেবা পুনরায় চালুর সুনির্দিষ্ট সময় জানায়নি। বিশেষজ্ঞরা প্রবাসীদের বিকল্প চ্যানেল ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন, যাতে তারা জরুরি প্রয়োজনের সময় টাকা পাঠাতে পারেন।
সৌদি আরব
সৌদিতে জনপ্রিয় হচ্ছে ই-কমার্স, বাড়ছে হোম ডেলিভারি
সৌদি আরবে দিন দিন জনপ্রিয় হচ্ছে ই-কমার্স ব্যবসা, বাড়ছে ডেলিভারি। চলতি বছরের শেষ তিন মাসে ১০৩ মিলিয়ন অর্ডার সফলভাবে ডেলিভারি হয়েছে। এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ৪০ শতাংশ বেশি। সৌদি গেজেট এ খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, রাজধানী রিয়াদে সবচেয়ে বেশি অর্ডার পৌঁছেছে, যা মোট অর্ডারের প্রায় ৪৩ শতাংশ। মক্কা ও পূর্বাঞ্চলেও যথাক্রমে ২২ এবং ১৬ শতাংশ অর্ডার ডেলিভারি হয়েছে। এর ফলে ডেলিভারি জবে কাজের সুযোগও বাড়ছে। যার সুযোগ নিচ্ছেন বিভিন্ন দেশের প্রবাসীরা।
সৌদিজুড়ে ই-কমার্স খাতের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে আধুনিক লজিস্টিক ব্যবস্থা, দ্রুত ডেলিভারি সেবা এবং ডিজিটাল প্ল্যাটফর্মের উন্নয়ন এই সাফল্যের মূল চাবিকাঠি হিসেবে কাজ করেছে।
কুয়েত
কুয়েতে প্রতারণার অভিযোগে বিদেশি নাগরিক গ্রেপ্তার
কুয়েত সিটিতে প্রতারণার অভিযোগে এক প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি নিজেকে সাধারণ ট্রেডিং ও কন্ট্রাক্টিং কোম্পানির অংশীদার হিসেবে পরিচয় দিয়ে কুয়েতি এক নাগরিকের কাছ থেকে ১২ হাজার কুয়েতি দিনার হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ করা হয়। আরব টাইমস এ খবর দিয়েছে।
তদন্তে প্রকাশ পেয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তি ভুয়া কোম্পানি ডকুমেন্ট ও চুক্তিপত্র তৈরি করে ভুক্তভোগী কুয়েতি নাগরিককে বিভ্রান্ত করেছিলেন এবং বাকি অর্থ ব্যক্তিগত কাজে ব্যবহার করেছিলেন।
কর্তৃপক্ষ অভিযুক্ত ব্যক্তির কোনো নাম প্রকাশ না করে জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে পূর্বেও একাধিক প্রতারণার মামলা রয়েছে এবং সে বারবার এমন কর্মকাণ্ডে জড়িয়েছে।
logo-1-1740906910.png)