Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২৩ অক্টোবর ২০২৫

বাহরাইনে এশিয়ান ইউথ গেমস শুরু, বাংলাদেশ খেলবে ১৩টি ইভেন্টে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১৬:৩১

বাহরাইনে এশিয়ান ইউথ গেমস শুরু, বাংলাদেশ খেলবে ১৩টি ইভেন্টে

বাহরাইন

বাহরাইনে এশিয়ান ইউথ গেমস্ শুরু, বাংলাদেশ খেলবে ১৩টি ইভেন্টে

বাহরাইনে আনুষ্ঠানিকভাবে পর্দা উঠল বহুল প্রতীক্ষিত এশিয়ান ইউথ গেমস ২০২৫-এর। বৃহস্পতিবার রাজধানী মানামায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে গেমসের উদ্বোধন ঘোষণা করেন বাহরাইনের রাজা শেখ নাসের বিন হামাদ আল খলিফা। দ্য ডেইলি ট্রিবিউন এ খবর দিয়েছে।

এই গেমসের ১৩টি ইভেন্টে বাংলাদেশের ৬০ জন অ্যাথলেট অংশ নিচ্ছেন। ইভেন্টগুলোর মধ্যে রয়েছে অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, বাস্কেটবল, কাবাডি, সাঁতার, টেবিল টেনিসসহ বিভিন্ন ইভেন্ট।

বাংলাদেশিদের ইভেন্টগুলো উপভোগ করতে পারবেন বাহরাইন প্রবাসী বাংলাদেশিরা।

এছাড়া এশিয়ার বিভিন্ন দেশ থেকে আসা তরুণ ক্রীড়াবিদদের অংশগ্রহণে শুরু হওয়া এই মহাযজ্ঞ চলবে পুরো এক সপ্তাহজুড়ে, যা আন্তর্জাতিক বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধনকেও আরো মজবুত করবে।

বাহরাইন সরকার মনে করছে, এই গেমস শুধু প্রতিযোগিতার মঞ্চ নয়, এটি হবে ঐক্য, বন্ধুত্ব ও মানবিকতার এক অনন্য উদযাপন।


সৌদি আরব

নিয়োগ পেয়েছেন নতুন গ্র্যান্ড মুফতি

সৌদি আরবে নতুন গ্র্যান্ড মুফতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে দেশটির বিশিষ্ট আলেম ও গবেষক শেখ সালেহ আল ফাওজান। সৌদি গেজেট এ খবর দিয়েছে।

খবরে বলা হয়েছে, রাজকীয় ফরমানের মাধ্যমে বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ তাকে এই মর্যাদাপূর্ণ পদে নিয়োগ দেন। এ পদটি সৌদি আরবের ধর্মীয় নেতৃত্বের সর্বোচ্চ অবস্থান হিসেবে বিবেচিত, যা সাধারণত মন্ত্রী পর্যায়ের মর্যাদা বহন করে। শেখ ফাওজান আগে সৌদি আরবের সিনিয়র আলেম পরিষদ এবং স্থায়ী ফতোয়া কমিটির সদস্য ছিলেন, যেখানে তিনি দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে দায়িত্ব পালন করেছেন।

ইসলামি আইন, ফতোয়া ও আকিদাহ বিষয়ে তার অসংখ্য গ্রন্থ ও রেডিও প্রোগ্রাম নূর আলা আল-দার্ব বিশ্বজুড়ে পরিচিত।

সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ আল শেখের মৃত্যুর পর দেশটির ধর্মীয় নেতৃত্বে যে শূন্যতা তৈরি হয়েছিল, শেখ ফাওজানের নিয়োগ সেই জায়গা পূরণ করবে বলে মনে করছেন ধর্মীয় বিশ্লেষকরা। 


কুয়েত

কুয়েতে ২৩ প্রবাসী গ্রেফতার

কুয়েতের জালীব আল-শুয়ুখ এলাকায় অভিযান চালিয়ে ২৩ জন প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির ট্রাফিক বিভাগ। যাদের ডিপোর্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আরব টাইমস এ খবর দিয়েছে। 

খবরে বলা হয়েছে, এ অভিযানে অংশ নেয় কুয়েত মিউনিসিপ্যালিটি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়সহ একাধিক সরকারি সংস্থা। অভিযানে মোট ৫৫টি ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা ধরা পড়ে। আটক প্রবাসীদের বিরুদ্ধে রেসিডেন্সি আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে, যার ফলে তাদের দেশ থেকে ডিপোর্ট করার প্রক্রিয়া শুরু হয়েছে।

এসব প্রবাসীরা কোন দেশের, তা জানানো হয়নি। কুয়েত পুলিশ সতর্ক করেছে, কেউ যদি ট্রাফিক বা রেসিডেন্সি আইন ভঙ্গ করে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, সে হোক নাগরিক কিংবা প্রবাসী।


Logo