কর্মস্থলে চাইল্ড কেয়ার চায় ওমানের শ্রমিক ফেডারেশন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ০৯:৩৬
ওমানে কর্মরত নারীদের জন্য কর্মস্থলে শিশু যত্নকেন্দ্র (নার্সারি) স্থাপনের দাবি তুলেছে দেশটির জেনারেল ফেডারেশন অব ওমান ওয়ার্কার্স (GFOW)। তাদের সর্বশেষ ম্যাগাজিনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ করে বেসরকারি খাতে কর্মরত মায়েরা প্রতিদিন আট ঘণ্টা বা তার বেশি সময় কাজ করেন অথচ কাছাকাছি কোনো নার্সারি বা নমনীয় কর্মঘণ্টার সুবিধা নেই।
GFOW-এর সিনিয়র মিডিয়া বিশেষজ্ঞ আলিয়া আল জারদানি প্রতিবেদনে লিখেছেন, “চাকরির চাহিদা ও পরিবারের প্রয়োজনের মাঝে অনেক নারী কঠিন সংগ্রামে থাকেন, যা কেবল অভিজ্ঞরাই বুঝতে পারেন। নারীদের সহায়তা শুধু আইনি নীতিমালায় সীমাবদ্ধ না রেখে মানবিক ও মাতৃত্বজনিত প্রয়োজন বিবেচনায় নেওয়া জরুরি”।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, কর্মস্থলে নার্সারি স্থাপন একটি মানবিক ও সামাজিক বিষয়, যা নারীদের কর্মজীবন ও পারিবারিক জীবনের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। এটি কর্মীদের মধ্যে প্রতিষ্ঠান সম্পর্কে ইতিবাচক মনোভাব ও দায়িত্ববোধও বাড়ায়।
জিএফওডব্লিউর মতে, কর্মস্থলে শিশু যত্নকেন্দ্র চালু করা শুধু নারীদের জন্য নয়, বরং একটি সমগ্র কর্মপরিবেশের উন্নয়ন। এটি কর্মীদের কল্যাণ, কর্মস্থলের মানবিকতা এবং সামাজিক দায়বদ্ধতার প্রতিফলন।
এই প্রস্তাব ওমানের কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ ও সমর্থন বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। জিএফওডব্লিউ আশা করছে, সরকার ও প্রতিষ্ঠানগুলো এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে বাস্তবায়নের পথে এগিয়ে আসবে।
logo-1-1740906910.png)