Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২২ অক্টোবর ২০২৫

বাহরাইনে সড়ক দুর্ঘটনায় দোষী এক প্রবাসী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ১৮:৪৪

বাহরাইনে সড়ক দুর্ঘটনায় দোষী এক প্রবাসী

বাহরাইন

সড়ক দুর্ঘটনায় দোষী এক প্রবাসী

বাহরাইনের রাজধানী মানামায় এক এশিয়ান প্রবাসী চালককে সড়ক দুর্ঘটনায় পথচারীকে হত্যার অভিযোগে ছয় মাসের জেল দেওয়া হয়েছে। এছাড়া তাকে ১০০ বাহরাইনি দিনার জরিমানা করেছে দেশটির হাই ক্রিমিনাল কোর্ট। দ্য ডেইলি ট্রিবিউন এ খবর দিয়েছে। 

খবরে বলা হয়েছে, অভিযুক্ত প্রবাসী হলুদ সংকেত অমান্য করে দ্রুতগতিতে গাড়ি চালানোর সময় রাস্তায় পারাপার হওয়া এক পথচারীকে ধাক্কা দেন। গুরুতর আহত অবস্থায় পথচারীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তদন্তে প্রমাণিত হয়েছে, এশিয়ান চালকটি গতি নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় এবং ট্রাফিক আইন লঙ্ঘন করে হলুদ বাতি জ্বালার পরও গাড়ি চালিয়ে গেছেন। ফলে এমন দুর্ঘটনা ঘটেছে। 

এশিয়ান ওই ব্যক্তির নাম-পরিচয় বা কোন দেশের নাগরিক, তা প্রকাশ করা হয়নি খবরে। আদালত প্রমাণ ও সাক্ষ্যের ভিত্তিতে চালককে দোষী সাব্যস্ত করে এই রায় দেন। বিচারক বলেছেন, সড়কে প্রত্যেক চালকের দায়িত্ব হলো সংকেত মানা ও সতর্ক থাকা। একটি ছোট্ট ভুলও মানুষের জীবন কেড়ে নিতে পারে। বাহরাইনজুড়ে সড়ক দুর্ঘটনা রোধে নানা নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফলে প্রবাসীদের ট্রাফিক আইন মেনে চলা ও সতর্কতার সাথে রাজপথে চলাচল করা গুরুত্বপূর্ণ।   


কুয়েত

সড়ক দুর্ঘটনায় এক প্রবাসীর মৃত্যু

কুয়েতে সড়ক দুর্ঘটনায় এশিয়ান এক প্রবাসীর মৃত্যু হয়েছে। আরব টাইমস এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, ব্যক্তি রাস্তা পার হওয়ার সময় এক কুয়েতি নাগরিকের গাড়িতে চাপা পড়েন। স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিলেও তাকে বাঁচানো যায়নি। এমন একসময় সড়ক দুর্ঘটনায় এই এশিয়ান প্রবাসী মারা গেলেন, যখন গোটা কুয়েতজুড়ে ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে চলছে সচেতনামূলক প্রচারণা ও অভিযান। স্থানীয়রা জানিয়েছেন, রাস্তা পারাপারে অবহেলা ও গাড়িচালকের দ্রুতগতি এটিই দুর্ঘটনার মূল কারণ হতে পারে। 

অন্যদিকে, কুয়েতের হাওয়ালি গভর্নরেটে সম্প্রতি একটি সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে, যার কারণে দুই কুয়েতি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দুজন স্থানীয় বাসিন্দা পরিকল্পনা করে এক এশিয়ান প্রবাসীকে টার্গেট করেছিল। এই দুই কুয়েতি নাগরিক এশিয়ান ব্যক্তির কাছ থেকে তার মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল। ঘটনাস্থলে প্রাপ্ত প্রমাণ ও ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ নিশ্চিত করেছে, তারা পরিকল্পনা করে এ ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছিল।


সৌদি আরব

কাফালা সিস্টেম পরিবর্তন নিয়ে সংবাদ মাধ্যমে খবর

সৌদি আরবের কাফালা সিস্টেম বাতিল হতে পারে বলে ভারতের কিছু সংবাদ মাধ্যম খবর প্রকাশ করেছে। ইন্দিয়া টুডে এবং দ্য ইকোনমিক টাইমস সম্প্রতি কাফেলা সিস্টেম বাতিল হতে পারে বলে খবর প্রকাশ করেছে। যদিও মধ্যপ্রাচ্য বা সৌদি আরবের মূলধারার গণমাধ্যমে এমন কোনো খবর চোখে পড়েনি মাইগ্রেশন কনসার্নের। সৌদি আরবে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের লাখো অভিবাসী শ্রমিক আছেন। তার মধ্যে দেশটিতে বাংলাদেশের প্রবাসী কর্মী আছেন ৩০ লাখেরও বেশি।  

দেশটিতে কাফালা সিস্টেমের পরিবর্তনের পদক্ষেপকে কর্মী ও শ্রমিকদের স্বাধীনতা ও অধিকার অর্জনের ক্ষেত্রে একটি বড় সুযোগ হিসেবে দেখছেন সবাই। খবরগুলোতে বলা হয়েছে, নতুন সংস্কারের মাধ্যমে শ্রমিকরা এখন নিয়োগকর্তার অনুমতি ছাড়াই চাকরি পরিবর্তন করতে পারবেন, দেশত্যাগ করতে পারবেন এবং আইনি সহায়তাও পাবেন।

ভারতীয় সংবাদ মাধ্যমে আরো বলা হয়েছে, কাফালা ব্যবস্থা দীর্ঘদিন ধরে শ্রমিকদের উপর নিয়ন্ত্রণ ও শোষণের সুযোগ তৈরি করেছিল। অনেক সময় শ্রমিকরা চাকরি বা বাসস্থানের পরিবর্তন করতে পারতেন না, যা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও জন্ম দিয়েছিল। নতুন সংস্কার এই সীমাবদ্ধতাগুলো দূর করতে এবং শ্রমিকদের জন্য একটি নিরাপদ ও স্বচ্ছ কর্মপরিবেশ নিশ্চিত করতে সহায়ক হবে। 


সংযুক্ত আরব আমিরাত

দুবাইয়ে সোনার দাম কমেছে 

দুবাইয়ে সোনার দাম টানা বাড়ার পর এবার খানিকটা কমতে শুরু করেছে। খালিজ টাইমস এ খবর দিয়েছে। 

খবরে বলা হয়েছে, দুবাই জুয়েলারি গ্রুপের তথ্য অনুযায়ী, ২৪ ক্যারেট সোনার খোলা বাজার মূল্য বর্তমানে ৪৯৭.২৫ দিরহামে বিক্রি হচ্ছে। ২২ ক্যারেট সোনার দাম ৪৬০.৫ দিরহামে, ২১ ক্যারেট ৪৪১.৫ দিরহামে বিক্রি হচ্ছে এ সপ্তাহে। গত সপ্তাহে স্বর্ণের দাম বেড়ে ৫০০ দিরহাম ছাড়িয়ে সর্বকালের রেকর্ড করেছিল। দাম কমায় ক্রেতাদের জন্য এটি এক ধরনের সুযোগ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে দীপাবলির প্রাক্কালে সোনার গহনার চাহিদা বৃদ্ধি পায়। বাংলাদেশ প্রবাসী ক্রেতাদের জন্যও সোনা কেনার এটি একটি ভালো সময়। বাজার বিশ্লেষকরা মনে করছেন, বর্তমানে সোনা কেনা লাভজনক হলেও বাজারের ওঠাপড়া ও ভবিষ্যৎ মূল্য পরিবর্তন সম্পর্কে সতর্ক থাকা প্রয়োজন। 

Logo