Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনে গৃহকর্মীরা চাইলে চাকরি পরিবর্তন করতে পারবেন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ১০:০১

বাহরাইনে গৃহকর্মীরা চাইলে চাকরি পরিবর্তন করতে পারবেন

বাহরাইনের সংসদে গৃহকর্মীদের চাকরি পরিবর্তনের ওপর নিষেধাজ্ঞা আরোপের একটি বিল সম্প্রতি বাতিল করা হয়েছে। সরকার জানিয়েছে, গৃহকর্মীরা তাদের বর্তমান কাজের চুক্তি বা পারমিট শেষ হওয়ার পর স্বাধীনভাবে নতুন কাজের অনুমতি নিতে পারবেন। সংসদ সদস্যদের উদ্দেশে সরকার বলেছে, প্রস্তাবিত বিলটি সংবিধান এবং আন্তর্জাতিক শ্রম চুক্তির সঙ্গে সাংঘর্ষিক। নিউজ অব বাহরাইন এ সংবাদ প্রকাশ করে।

বিলটির উদ্দেশ্য ছিল, গৃহকর্মীদের চাকরি পরিবর্তনের সুযোগ বন্ধ করে দেওয়া এবং তাদের শুধু গৃহস্থালির কাজেই সীমাবদ্ধ রাখা। অন্যথায়, তাদের দেশে ফেরত পাঠানোর প্রস্তাব ছিল। তবে সরকার বলেছে, এ ধরনের স্থায়ী নিষেধাজ্ঞা একটি নির্দিষ্ট শ্রেণির শ্রমিকের অধিকার খর্ব করে এবং এটি সংবিধানে সুরক্ষিত কর্মসংস্থান ও চুক্তি করার স্বাধীনতার পরিপন্থি।

সরকার আরও জানিয়েছে, গৃহস্থালির চাকরি ছাড়ার প্রক্রিয়া অন্যান্য পেশার মতো সহজ নয়। চাকরি ছাড়ার প্রমাণ, নোটিশ বা নিয়মিত প্রক্রিয়া এখানে জটিল ও অনিশ্চিত। ফলে এই বিল বাস্তবায়নযোগ্য নয়।

সরকারি তথ্য অনুযায়ী, গৃহকর্মীরা অন্য পেশায় খুব কমই স্থানান্তরিত হন এবং বেশির ভাগ ক্ষেত্রেই তা হয় চুক্তি বা পারমিট শেষ হওয়ার পর। তখন তারা আইনগতভাবে নতুন পারমিটের জন্য আবেদন করতে পারেন।

এছাড়া, প্রস্তাবিত বিলটি বাহরাইনের শ্রম আইন এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO) কনভেনশন ১১১-এর সঙ্গে সাংঘর্ষিক, যেখানে কর্মক্ষেত্রে সমতা ও বৈষম্যহীনতার নীতিমালা রয়েছে।

সরকার সতর্ক করে বলেছে, এই বিল শ্রমবাজার আইন ও বেসরকারি খাতের শ্রম আইনের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করবে, যা বাজারের স্বচ্ছতা ও কার্যকারিতা ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই তারা বলেছে, এই মুহূর্তে নতুন আইন করার প্রয়োজন নেই এবং প্রস্তাবিত বিলটি অযৌক্তিকভাবে শ্রমিকদের স্বাধীনতা সীমিত করে।

Logo