Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মদিনায় ২১ লাখ গাছ রোপণের উদ্যোগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ০৯:৫৬

মদিনায় ২১ লাখ গাছ রোপণের উদ্যোগ

সৌদি আরবের মদিনা নগরীতে ২১ লাখ গাছ রোপণের এক বৃহৎ উদ্যোগ গ্রহণ করেছে মদিনা পৌরসভা। ‘গ্রিন সিটি ইনিশিয়েটিভ’ নামে এই প্রকল্পের লক্ষ্য হলো শহরের সবুজ আচ্ছাদন বাড়ানো, কার্বন নিঃসরণ কমানো, তাপমাত্রা হ্রাস এবং নগর সৌন্দর্য উন্নত করা। সৌদি আরবের জনপ্রিয় পত্রিকা আরব নিউজ এ সংবাদ প্রকাশ করে।

এই প্রকল্প সৌদি গ্রিন ইনিশিয়েটিভ এবং ভিশন ২০৩০-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গাছের বৃদ্ধি ও স্বাস্থ্য পর্যবেক্ষণের জন্য ‘স্মার্ট ট্রি ট্যাগিং’ ব্যবস্থা চালু করা হয়েছে। এর মাধ্যমে প্রতিটি গাছের পরিচর্যা ও পরিবেশগত প্রভাব পর্যবেক্ষণ সহজ হবে।  

সৌদি প্রেস এজেন্সির তথ্য অনুযায়ী, এই উদ্যোগ শুধু পরিবেশ রক্ষা নয়, বরং শহরবাসীর জীবনমান উন্নয়ন এবং প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতেও কাজ করবে। শহরের রাস্তাঘাট, পার্ক এবং আবাসিক এলাকায় গাছ লাগিয়ে মদিনাকে একটি টেকসই ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করার পরিকল্পনা নেওয়া হয়েছে।  

এই প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণকে উৎসাহিত করা হচ্ছে। পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী কার্যক্রমে সাধারণ মানুষকে যুক্ত করে একটি সচেতন ও অংশগ্রহণমূলক সমাজ গঠনের চেষ্টা চলছে।  

মদিনার ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বের পাশাপাশি শহরটিকে একটি আধুনিক, পরিবেশবান্ধব পর্যটন নগরীতে রূপ দেওয়ার লক্ষ্যও রয়েছে এই প্রকল্পে। সবুজায়নের মাধ্যমে শহরের সৌন্দর্য ও আবহাওয়া আরো মনোরম হবে, যা পর্যটকদের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে। 

মদিনা পৌরসভা আশা করছে, এই প্রকল্পের মাধ্যমে শহরটি টেকসই নগর উন্নয়নের একটি আদর্শ মডেল হয়ে উঠবে, যেখানে ইসলামী ঐতিহ্য ও আধুনিক পরিবেশ সচেতনতা একসঙ্গে বিকশিত হবে। 

Logo